Advertisment

বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা আপনাকে শিল্পদ্যোগী হতে উৎসাহ দেবে

বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মার ছবি সুই ধাগা সরকারের 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেনকেই সামনে আনবে। সোমবারই মুক্তি পেয়েছে সুই ধাগার ট্রেলার। আর ছবিতে সম্পূর্ণ ডিগ্যাল্ম লুকে দেখা দেবেন এই দুজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মার ছবি সুই ধাগা সরকারের 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেনকেই সামনে আনবে

মুক্তি পেল বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মার সুই ধাগা ছবির ট্রেলার। সরকারের 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেনকেই সামনে আনবে এই ছবি। এই ছবি কারিগরের লড়াইয়ের ছবি। দেশীয় এমব্রয়ডারিকে বাঁচিয়ে রাখার চেষ্টা।

Advertisment

ট্রেলারে দেখা যায় বরুণ ধাওয়ান লক্ষ্যহীন আপন খেয়ালে চলা মন মৌজি একটা মানুষ। তার স্ত্রী মমতা তাকে উদ্ধুদ্ধ করে নিজের আত্মসম্মান নিয়ে কোনও কাজ শুরু করতে। সেখান থেকেই সেলাই মেশিন কিনে হ্যান্ডলুম ব্যবসার শুরু। আর এই ছবিতে বরুণের ক্যাচ লাইন 'সব বডিয়া হ্যায়'।

ছোট শহরের প্রেক্ষাপটে গল্পের জাল বুনেছেন পরিচালক শরৎ কাটারিয়া। আর এই ছবির প্রমোশনও শুরু হয়েছে আদালাভাবে। একটি ভিডিওতে সম্প্রতি দেখা যায় সুই ধাগার টিম দেশের বিভিন্ন এমব্রয়ডারসের কাছে গিয়ে নিজেদের ছবির জন্য লোগো ডিজাইন করতে বলেন। কাঁথাস্টিচ থেকে ফুলকারি সমস্ত ধরনের সেলাইয়ে নতুন লোগো তৈরি করেছেন কারিগররা এবং তার মধ্যে থেকেই বেশ কিছু ডিজাইন করা লোগো দেখা গেছে ছবিতে।

সুই ধাগা ছবির ট্রেলার থেকে কিছু স্টিল ছবি-

publive-image publive-image publive-image publive-image publive-image publive-image

publive-image

সুজিত সরকারের অক্টোবর ছবিতে শেষ দেখা গিয়েছিল বরুণকে। আর অনুষ্কার অভিনীত শেষ ছবি ছিল সনজু। এরপরই এই জুটিকে দেখা গেল সুই ধাগা ছবির ট্রেলারে। এছাড়াও ছবিতে দেখা যাবে রঘুবীর যাদবকে। সেপ্টেম্বরের ২৮ শে মুক্তি পাচ্ছে এই ছবি।

Varun Dhawan Anushka Sharma
Advertisment