Sujoy Prasad on Chandramouli's death: ফসলিসের প্রাক্তন লিড গিটারিস্ট, চন্দ্র মৌলি গতকাল মারা গিয়েছেন। এমনকি, তাঁর মৃত্যুতে গতকাল কল্যাণীতে শো করতে গিয়ে রীতিমতো ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে শোনা যায় রূপম ইসলামকে ( Rupam Islam )। এমনকি, তিনি এও বলেন, বেশ কিছু গান তিনি তুলে রেখেছিলেন তাঁর জন্য। আলোচনা করার কথা ছিল। কিন্তু এখন আর হবে না।
আর এবারই একজন শিল্পীর কেমন হওয়া উচিত সেই নিয়েই সুজয় প্রসাদ সমাজ মাধ্যমে লিখেছেন। একজন, শিল্পী তাঁর ধৈর্য এবং হতাশা নিয়ে তিনি নানা কথা বলেন। জানা গিয়েছে চন্দ্র অবসাদ এবং অর্থকষ্টে ভুগছিলেন। তিনি নাকি, কাজ পাচ্ছিলেন না। সেই কারণে, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেই নিয়েও তদন্ত চলছে। আর এবার, সুজয় প্রসাদ ( Sujoy Prasad Chatterjee ) সমাজ মাধ্যমে সেই নিয়েই লিখেছেন।
তিনি চন্দ্রকে ব্যক্তিগত স্তরে চিনতেন না। কিন্তু, অসুবিধা হলে কেন মানুষ কথা বলবেন না, সেই নিয়ে সুজয় নিজের চিন্তার কথা জানালেন। তাঁর কথায়... "আমি চন্দ্রমৌলিকে ( Chandramouli Biswas ) চিনতাম না। আলাপ ছিল না। কিন্তু এটা বলতে চাই অসুবিধা হলে কথা বলতে হবে। কেউ কথা বলার না থাকলে খুঁজতে বেরোতে হবে। না পাওয়ার হতাশা থাকবে। আমি আজ প্রায় গোটা একটা বছর টেলিভিশন বা ফিল্মে কাজ পাইনি। কবে পাবো জানি না। কিন্তু আমাকেই উপায় বের করতে হবে কাল সকালে ব্রেকফাস্টে কী খাবো। তারপর ভাবতে হবে পরের মাসের বিলগুলো কীভাবে মেটাবো। আমাকেই করতে হবে। করতেই হবে। বাঁচতে হবেই।"
বয়স ছোট অনেকেই তাঁর থেকে সাহায্য চান এবং পান ও। অনেকেই তাঁর কাছে দুঃখের কথা, কাজ না পাওয়ার কথা লিখে পাঠান। কিন্তু, অল্প বয়সেই জীবনে সবকিছু পেয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, একসময় যে হতাশার সৃষ্টি করে এবং না পাওয়ার ঘটনা যে তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে তাতে তিনি লিখছেন। নিজেকে কীভাবে মোটিভেট করা যায়। কীভাবে নিজেকে এটা বলা যায় যে, পারলে তুমিই পারবে। সেই নিয়েই সুজয় প্রসাদ লিখছেন...
"বয়সে অনুজ অনেক শিল্পীরাই তাদের কাজ না পাওয়ার অনিশ্চয়তা নিয়ে লিখে পাঠান। এই অনিশ্চয়তাটা বাস্তব। কিন্তু ভবিষ্যৎ নয়। টলিউড পৃথিবীর শেষ স্টেশন নয়। অনুপম রায়ের সুরে প্লেব্যাক নিশ্চয়ই বড় প্রাপ্তি কিন্তু শেষ গন্তব্য নয়। কৌশিক গাঙ্গুলি এক্ষুনি হতেই হবে এমন কোনো কন্ট্র্যাক্ট তুমি সই করো নি। অধ্যবসায়, শিক্ষা ও প্রতিভা কেউ চুরি করতে পারে না। যারা মিউজিক নিয়ে কাজ করো তারা জেনো যে তোমাদের শ্রোতা তোমরাই তৈরি করে নেবে। আমি একটা শহরে গডফাদার ও গডমাদার ছাড়া জীবিকা অর্জন করি। অনেক সময় মনে হয় পারছি না। পরক্ষণেই নিজেকে একটু ধমকে ও আদর করে বলি, "পারলে তুমিই পারবে"।"