Sukanta - Ananya: চুমুতে মাখামাখি, সুকান্ত-অনন্যার রোম্যান্স দেখতে অভ্যস্ত নয় বাঙালি?

Sukanta - Ananya: অনন্যা এবং সুকান্ত - কি একেবারেই তাই করছেন? সমাজ মাধ্যমে খেয়াল করলে দেখা যাবে, তাঁদের আশীর্বাদের ছবিতে ঠাসা। অভিনেত্রী সেদিনের রাত থেকে সকাল সব ছবিই এবং নানা মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ananya- sukanta news, tollywood

ananya-sukanta: দুই তারকার রোমান্স দেখে কী বলছেন... Photograph: (Instagram)

Ananya-Sukanta: সমাজ মাধ্যমে সবটাই এখন কন্টেন্ট হয়ে গিয়েছে? তারকা প্রেমী হোক বা তারকা দম্পতি - একে অপরের ছবি হোক বা ভিডিও, কোনোটাতেই তাঁরা রাখঢাক করেন না? অন্তত, এই প্রজন্মের কাছে সেই গল্প একদম আলাদা। বর্তমান প্রজন্মের তারকারা, নিজেদের ব্যক্তিগত জীবনের অনেকটাই সমাজ মাধ্যমে তুলে ধরেন।

Advertisment

অনন্যা এবং সুকান্ত - কি একেবারেই তাই করছেন? সমাজ মাধ্যমে খেয়াল করলে দেখা যাবে, তাঁদের আশীর্বাদের ছবিতে ঠাসা। অভিনেত্রী সেদিনের রাত থেকে সকাল সব ছবিই এবং নানা মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন তিনি। সেখানে নানা ধরনের সমালোচনার শিকার পর্যন্ত হয়েছেন। কিন্তু, তাতে কী? কুছ তো লোগ কহেঙ্গে... তাঁদের পোশাক নিয়েও যেমন আলোচনা হয়েছে, তেমন তাঁদের ' কান্ডজ্ঞানহীনতায় ' প্রশ্ন তুলেছেন অনেকেই। গতকালের একটি ভিডিও ঠিক সেরকমই।

একে অপরের ভালবাসায় থাকলে কি প্রকাশ্যে চুমু খাওয়া পাপ? নাকি একে অন্যকে জড়িয়ে ধরা পাপ? অনন্যা এবং সুকান্ত ঠোঁটে ঠোঁট রেখে ঠিক সেরকমই একটি ভিডিও আপলোড করেছেন। ভালবাসায় ভেসে যাওয়া দুই পথিক, তাঁরা কি প্রেম দেখাতেও পারবেন না? অভিনেতা সমাজ মাধ্যমে যে ভিডিও আপলোড করেছেন, সেখানে লেখা - এবার আপনি আপনার ব্রাইডকে চুমু খেতে পারেন।

আর এই ভিডিও দেখেই বেশিরভাগ বলেছেন, এটা কি ঠিক হল? আবার কেউ তাঁদের ভালবাসায় সঙ্গ দিয়েছেন। কারওর চোখে, এভাবে প্রকাশ্যে চুমু খাওয়াটা একেবারেই অন্যায়। কেউ আবার বললেন কীসের অন্যায়? কে কী বলছেন? সমাজ মাধ্যমে নেতিবাচক কিছু মন্তব্য থাকবে না, এটা তো হয় না। তাঁরা বলছেন...

Advertisment

"তোমাদের দুজনকে আমি খুব পছন্দ করি বাট তোমরা দুজন যেটা করলে এটা আমার কাছে খুব আন্সপেক্টেড ছিল।' কেউ বলছেন, "কে বলেছে কেউ তাঁর বউকে চুমু খায় না। কিন্তু, যেভাবে আপনরা কন্টেন্ট তৈরি করেন, সেই জায়গায় এটা একটু অদ্ভুত। তোমাদের এভাবে দেখতে মানুষ অভ্যস্ত নয়।" আবার একটু খেয়াল করলে দেখা যাবে, যে না না! এই যুগে প্রগতিশীল মানুষ আছেন বটে। তাঁরা বলছেন....

"হাবভাব এমন, যেন কেউ তাঁর বউকে চুমু খান না। মানুষের হাসি পায় না এসব বলতে? আবার কেউ বললেন, ভারতে নিজের বউকে চুমু খাওয়া পাপ। কিন্তু, অন্যের বউকে না, আর ধর্ষণ তো বাদ দিলাম।"

tollywood entertainment Entertainment News Tollywood Television star tollywood news Tollywood Actress Entertainment News Today