দু'বেলা দু'মুঠো অন্ন জোগাড় করতে যাঁদের হিমশিম খেতে হয়, তাঁদের কাছে আধার কার্ডের 'গেরোয়' জড়ানো বিলাসিতা ছাড়া কিছুই নেই। নুন আনতে পান্তা ফুরনো সংসারে যেখানে 'হেলোজিন' দিয়ে ভাগ্যে আশার আলো ফোটানো দায়, সেখানে এই ১২ অঙ্কের সংখ্যার পিছনে দৌঁড়ে জীবনে কী এমন লাভ হবে, তা বোধহয় এখনও দেশের প্রান্তিক মানুষের একাংশের অজানা। কিন্তু উপায় কী? সরকারি নির্দেশে আঁধার কার্ড যে বাধ্যতামূলক। ওদিকে, 'ভারতবর্ষ' থেকে নিজেকে 'নিউ ইন্ডিয়া'র নাগরিক হিসেবে দেখার বাসনা অনেকের কাছেই সৌভাগ্যের চাবিকাঠি পাওয়ার মতো ঠেকেছিল। সেরকমই এক বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক সুমন ঘোষ। সদ্য মুক্তি পেয়েছে 'আধার' (Aadhaar) সিনেমার ট্রেলার।
Advertisment
আধার কার্ড নিয়ে আস্ত একটা সিনেমা? আজ্ঞে! আধার সমস্যা জর্জরিত জীবনও যে একটা ছবির বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে, সেটা হয়তো কারও ভাবনাতেই ভীড় করেনি। তবে ভেবেছেন পরিচালক সুমন ঘোষ। আধার কার্ড নিয়ে সাধারণ মানুষদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেই কাহিনিকেই নিজের ছাঁচে গড়ে বড় পর্দায় চিত্রায়িত করবেন সুমন (Suman Ghosh)।
এই প্রথম আধার কার্ড বিষয়ক কোনও কাহিনি দেখা যাবে সিনেমায়। সম্প্রতি প্রকাশ্যে এল 'আধার'-এর ট্রেলার। আর ছবির নামেই রয়েছে গল্পের ইঙ্গিত। আধার সিস্টেমে জড়িয়ে এক ব্যক্তির জীবনে ঘনীভূত হয়েছে আঁধার। এই হল গল্পের ‘ওয়ান লাইনার’। আরেকটু ভেঙে বললে, এক সহজ সরল গ্রামের ছেলে, নাম ‘ফারসুয়া’। সেই ছেলেই গ্রামের প্রথম যার কাছে রয়েছে আধার কার্ড। আর সরকারের সেই আধার সিস্টেমে জড়িয়ে যার নাজেহাল অবস্থা। প্রাণ প্রায় ওষ্ঠাগত। সরল সেই গ্রামীণ ছেলের চরিত্রকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। ফারসুয়ার চরিত্রতে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপের ‘মুক্কেবাজ’ খ্যাত অভিনেতা বিনীত কুমার (Vineet Kumar Singh)।
২৪তম বুসন ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ প্রদর্শন বিভাগে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালক সুমন ঘোষের ‘আধার’। এই সিনেমা আধারের পক্ষে বা বিপক্ষে নয়। বরং এই গোটা সিস্টেমটার জন্য মানুষ যে সুবিধে-অসুবিধেগুলোর সম্মুখীন হয়েছে, এটা তারই একটা গল্প মাত্র।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন