'দ্য কপিল শর্মা শো' যাঁদের ছাড়া অসম্পূর্ণ, তাঁদের একজন হলেন সুমনা চক্রবর্তী। এই বাঙালি অভিনেত্রী হিন্দি টেলিজগতে অনেক বছর ধরে কাজ করছেন। হিন্দি ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৪ সালের ছবি 'কিক'-এ। কিন্তু তার পর শুধুই 'দ্য কপিল শর্মা শো', আর কোনও ছবি বা ওয়েবসিরিজ, কোনও কিছুতেই দেখা যায়নি সুমনাকে। অভিনেত্রী সম্প্রতি হিন্দুস্থান টাইমস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে অভিনেত্রী হিসেবে আরও কাজ করতে চান তিনি।
সুমনা ওই সাক্ষাৎকারে বলেছেন তিনি পার্টি করেন না, শ্যুটিং থেকে হয় সোজা বাড়ি আসেন অথবা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করেন। হয়তো এই কারণে অনেকে তাঁকে নাক উঁচু ভাবেন বা এমনটা মনে করেন যে তিনি অনেক টাকা চাইবেন কিন্তু আসলে বিষয়টা এমন নয়। মজা করে এমনটাও বলেছেন, ''অনেকে বোধহয় ভুলেই গিয়েছেন যে আমি আছি।'' তার পরেই অবশ্য তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে অভিনেত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে, একটু বোধহয় সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটা প্রয়োজন।
আরও পড়ুন: ফারহান ও অভিষেকের ছবির জোড়া ফার্স্ট লুক
হিন্দুস্থান টাইমস-এর ওই প্রতিবেদন অনুযায়ী, সুমনা বলেছেন, ''আমার মনে হয় সবাই আমাকে একটু নাক উঁচু ভাবে বা মনে করে যে আমি অনেক টাকা চাইব। এটা ঠিক যে আমার যা প্রাপ্য আমি সেটাই চাইব কিন্তু যদি প্রজেক্টটা ভাল হয় তবে পারিশ্রমিকের বিষয়টা নিয়ে আলোচনা করাই যায়। আসলে আমার পিআর স্কিল একদম ভাল না। সেটা অনেক দেরিতে বুঝেছি... এখন আমি নতুন করে মিটিং করছি, ফোন করছি, মেসেজ করছি, বলতে গেলে কাজ চাইছি।''
সেই নিয়ে অবশ্য তাঁর মনের কোনও গ্লানি নেই। একটা সময় পর্যন্ত তিনি মনে করতেন যে শুধু ভাল কাজ করলেই যথেষ্ট। কিন্তু অভিনেত্রী এখন উপলব্ধি করেছেন যে সেটাই যথেষ্ট নয়। তিনি ওই সাক্ষাৎকারে এমনটাও বলেছেন যে ভাল চরিত্র পেতে, ভাল প্রজেক্ট পেতে আগ্রহী ঠিকই কিন্তু এমনটা নয় যে সেটা মুখ্য চরিত্রই হতে হবে। ওই প্রতিবেদন অনুযায়ী, কাজ পাওয়া নিয়ে সুমনা সম্প্রতি যে পদক্ষেপগুলি নিয়েছেন, তার ফলও ফলতে শুরু করেছে। আশা করা যায় অচিরেই তাঁকে 'দ্য কপিল শর্মা শো'-এর বাইরেও অন্য কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্টে দেখতে পাবেন দর্শক।