বাবার বিয়ে দেখার সৌভাগ্য যাও বা অনেকের হয়, কিন্তু বাবার বিয়ে দেওয়ার সাহস থাকে কজনের? এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সুম্বুল তৌকির। বিগ বস এবং ইমলির খাতিরে বেশ চর্চায় তিনি।
Advertisment
বাবা একা হাতে মানুষ করেছেন তাঁদের দুই বোনকে। মা মারা গিয়েছেন অনেক ছোটবেলায়। দুই বোনের বেড়ে ওঠায় ছায়ার মত সঙ্গে ছিলেন তিনি। তাই তো, শেষ বয়সে বাবার চার হাত এক করে দিতে চান সুম্বুল। সামনের সপ্তাহেই বিয়ের বাঁধনে বাঁধবেন তৌকির খান। হবু স্ত্রীর নাম নিলোফার। তাঁর এক মেয়েকেও গ্রহণ করছে গোটা পরিবার।
অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই সুখবর। বলেন, "আমার বাবার স্ত্রীর সঙ্গে সঙ্গেই নতুন বোনকেও আমরা স্বাগত জানাব। আমি তো খুব উত্তেজিত।" দুই বোনের যুগলবন্দী গোটা সোশ্যাল মিডিয়া জানে, এবার যোগ হবে আরও একজন। বাবার বিয়ে নিয়ে উত্তেজনা কমছে না খান পরিবারের। দীর্ঘ অনেকবছর ধরেই বাবাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন দুই বোন। অবশেষে এল সেই সময়।
সুম্বুল তৌকির এবং তাঁর বোনের চাপ তো বটেই তবে বড় ভাই এর কারণেও বিয়ে করছেন তিনি। দুই মেয়ে মিলেই তাঁর বিরুদ্ধে এহেন কান্ড করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই নতুন বাড়িতে শিফট করেছেন তাঁরা। বর্তমানে তাঁর সহ অভিনেতা ফাহমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক কম নেই। তবে, এসবের মধ্যেও কিন্তু আনন্দের রেশ তাঁদের পরিবারে।