পরিবারে আসছে নতুন সদস্য! বাবার বিয়ে দিয়েই দায়িত্ব পালন করতে চান সুম্বুল

বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, সুম্বুল বলছেন...

বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, সুম্বুল বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sumbul touqueer, sumbul touqeer father, sumbul touqeer father marriage, sumbul touqeer father wedding, sumbul touqeer marriange, sumbul touqeer imlie, sumbul touqeer imlie recent reels, sumbul touqeer fahman khan, fahman khan latest news, imlie recent updates, সুম্বুল তৌকির, সুম্বুল তৌকিরের বাবার বিয়ে, সুম্বুল তৌকির ইমলি, সুম্বুল তৌকির ইমলি নিউজ, বলিউড, আজকের খবর, আজকের বিনোদনের খবর, বিনোদন, indian express entertainment news, latest bollywood news, today news update

সুম্বুল তৌকিরের বাবার বিয়ে

বাবার বিয়ে দেখার সৌভাগ্য যাও বা অনেকের হয়, কিন্তু বাবার বিয়ে দেওয়ার সাহস থাকে কজনের? এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সুম্বুল তৌকির। বিগ বস এবং ইমলির খাতিরে বেশ চর্চায় তিনি।

Advertisment

বাবা একা হাতে মানুষ করেছেন তাঁদের দুই বোনকে। মা মারা গিয়েছেন অনেক ছোটবেলায়। দুই বোনের বেড়ে ওঠায় ছায়ার মত সঙ্গে ছিলেন তিনি। তাই তো, শেষ বয়সে বাবার চার হাত এক করে দিতে চান সুম্বুল। সামনের সপ্তাহেই বিয়ের বাঁধনে বাঁধবেন তৌকির খান। হবু স্ত্রীর নাম নিলোফার। তাঁর এক মেয়েকেও গ্রহণ করছে গোটা পরিবার।

অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই সুখবর। বলেন, "আমার বাবার স্ত্রীর সঙ্গে সঙ্গেই নতুন বোনকেও আমরা স্বাগত জানাব। আমি তো খুব উত্তেজিত।" দুই বোনের যুগলবন্দী গোটা সোশ্যাল মিডিয়া জানে, এবার যোগ হবে আরও একজন। বাবার বিয়ে নিয়ে উত্তেজনা কমছে না খান পরিবারের। দীর্ঘ অনেকবছর ধরেই বাবাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন দুই বোন। অবশেষে এল সেই সময়।

আরও পড়ুন < গুরুতর মনোমালিন্য! ক্লিন বোল্ড শোলাঙ্কি, ওয়েব সিরিজে ঠাঁই পেলেন সৃজলা >

Advertisment

সুম্বুল তৌকির এবং তাঁর বোনের চাপ তো বটেই তবে বড় ভাই এর কারণেও বিয়ে করছেন তিনি। দুই মেয়ে মিলেই তাঁর বিরুদ্ধে এহেন কান্ড করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই নতুন বাড়িতে শিফট করেছেন তাঁরা। বর্তমানে তাঁর সহ অভিনেতা ফাহমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক কম নেই। তবে, এসবের মধ্যেও কিন্তু আনন্দের রেশ তাঁদের পরিবারে।

bollywood Entertainment News