গ্যালিলিওর তত্ত্বকে ভুল প্রমাণ করার আশায় অদম্য সাহসে ভর করে গ্রহ নক্ষত্র তথা মহাকাশ নিয়ে 'নতুন' গবেষণায় মত্ত হয়েছিলেন যিনি, সেই কে সি পালকে নিয়েই তৈরি ছবি দেখানো হল ২৪তম কলকাতা চলচ্চিত্র উৎসবে। সোমবার নজরুল তীর্থে ও মঙ্গলবার নন্দনে দেখানো হল এই ছবি। ছবি দেখার সময় দর্শকদের হাতে বিনামূল্যে তাঁর নিজের লেখা বই তুলে দিলেন কে সি পাল অর্থাৎ কার্তিক চন্দ্র পাল। ছবির পরিচালক অরিজিৎ দত্ত।
এদিন নন্দনে পাওয়া গেল টিম 'সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে'-কে। নিজেদের ছবির জার্নি নিয়ে কথা বললেন তাঁরা। অরিজিতের কথায়, ছবিটা তৈরি করার কথা কেন ভেবেছেন বলতে গিয়ে তিনি জানান, "আদর্শের প্রতি সম্মান জানাতে। নিজের প্রতি বিশ্বাস যে কত কিছু করতে পারে তারই প্রমাণ কে সি পাল।"
কে সি পালের বই 'দ্য সান গোজ অ্যারাউন্ড দ্য আ ওয়ান্স' নামক বইটির ভিত্তিতে তৈরি হয়েছে বলে ছবির নাম 'সান গোজ অ্যারাউন্ড দ্য আর্থ' রাখা হয়েছে। ছবি নিয়ে কথা বললেন অভিনেত্রী শ্রীলা মজুমদার।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মেঘনাদ ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ ও অঞ্জন দত্তকে। একজন অভিনেতা ও একজন পরিচালকের ভূমিকায় পর্দায় দেখা যাবে এই দুই অভিনেতাকে। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায় ও আরও অনেকে। তবে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না অঞ্জন দত্ত ও চিরঞ্জিৎ।
কেউ তাঁর কথায় বিশ্বাস করুক আর নাই করুক, রাসবিহারীর মোড়ে টানা দুবছর নিজের লেখা বইয়ে সূর্যের বার্ষিক পৃথিবী পরিক্রমণ তত্ত্ব প্রচার করে এসেছেন তিনি। হাওড়ার শীতলাতলার মানুষটাকে নিয়ে ছবি তৈরি হবে কেউ কখনো ভাবেন নি, কথা শুনিয়েছেন কতজন, পাগল বলে কটাক্ষ করেছেন। আর মঙ্গলবার তাঁরই জন্য তৈরি ছবি দেখতে সেই মানুষই ভিড় করেছিলেন নন্দন চত্বরে।