Advertisment

মাঝরাতে কলকাতা এয়ারপোর্টে তুমুল নাচ সুনিধি চৌহানের! শোরগোল নেটপাড়ায়

শিল্পীর নাচ দেখে আপ্লুত কলকাতার দর্শকরা, বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sunidhi chouhan, sunidhi chouhan kolkata,

সুনিধির নাচ

কিছুদিন আগেই সুনিধি চৌহান কলকাতায় এসেছিলেন অনুষ্ঠান করতে। এবং অনুষ্ঠান যে জমিয়ে দিয়েছেন একথা বলাই যায়। তবে এবার শুধু গান নয়, বরং মাঝরাতে এয়ারপোর্টে তুখোড় নাচলেন শিল্পী!

Advertisment

কলকাতা এয়ারপোর্টে এক্কেবারে ভিন্ন মুডে সুনিধি চৌহান। গানের সঙ্গে সঙ্গেই যে নিদারুণ নাচতে পারেন তা আজ আবার প্রমাণিত! ভাইরাল 'টাম টাম' গানে নেচে কাঁপালেন সুনিধি। সঙ্গী নৃত্যশিল্পী শার্লিন ফার্নান্দেজ। সুনিধির পরনে ডেনিম পোশাক। যদিও কলকাতায় শো করতে এসেও স্টেজ মাতিয়েছেন সুনিধি। এবার সুযোগ পেতেই নাচ কাকে বলে!

শার্লিন এই মুহূর্ত শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, মাঝরাতে এয়ারপোর্টে চূড়ান্ত আনন্দ। আমার কুইনের সঙ্গে। দুজনের এই সুন্দর নাচের মুহূর্ত উপভোগ করেছেন সকলেই। কেউ কেউ সুনিধিকে বললেন, 'রাউডি চৌহান', আবার কেউ কেউ বললেন... "সুনিধি এত ভাল নাচ করেন আগে জানতাম না"। কিন্তু এসবের মাঝে যা নজর কেড়েছে তা হল কলকাতা এয়ারপোর্ট। এদিকে, সুনিধি নাচছেন কিন্তু নজরে এল না কারওর? নিজেদেরকে দুষলেন অনেকেই।

Advertisment

যদিও, সোশ্যাল মিডিয়া যখন নেতিবাচক মন্তব্য তো থাকবেই। দুজনের এক্সপ্রেশনে হালকা রাগ। কিন্তু নাচের স্টেপে একটুও ভুল নেই। সেই রেগে যাওয়া এক্সপ্রেশন দেখেই কেউ কেউ বলে বসলেন, নাচ করছেন নাকি রাগ দেখাচ্ছেন। সুনিধিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলে। শিল্পীর মারকাটারি নাচ যে দর্শকদের বেজায় পছন্দ হয়েছে একথা বলাই যায়।

bollywood Entertainment News
Advertisment