/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/sunil.jpg)
মাফিয়ারা ফোন করতেন সুনীলকে!
মুম্বইয়ে তখন মাফিয়া রাজ, সারা শহরে গিজগিজ করছে আন্ডারওয়ার্ল্ড। নাম জড়িয়েছিল বেশ কিছু বলি তারকারও। আবার ভুল বশত ফ্যাসাদে পড়েছিলেন অনেক অভিনেতা। কিন্তু, সুনীল শেঠি? অভিনেতা নাকি তাঁদের রীতিমতো গালাগাল করতেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন এই নিয়ে। সুনীল প্রকাশ্যে জানিয়েছেন যে আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন আসত তাঁর কাছে। কিন্তু যেভাবে সামলাতেন সুনীল, ভয় পেতেন পুলিশরাও! সুনীল বলেন, "সেসময় মুম্বইতে ভর্তি আন্ডারওয়ার্ল্ড। আমার কাছে ফোন আসত, যে এই করব, ওই করব! আর আমি ওদের গালাগাল দিতাম। আমায় পুলিশ বলেছিল, আপনি পাগল নাকি? এসব বলবেন না। ওর কি না কী করে বসবে।
আরও পড়ুন < ‘বাবার ৫০টা পুরস্কারের সঙ্গেই আমারটা থাকবে…’, ইরফান পুত্র বাবিলের মন্তব্যে চোখে জল বলিউডের >
"কিন্তু কোনও কথাতেই কাজ হয় নি। বরং সুনীল পুলিশের কথায় বেশ কিছুটা অবাক হয়েছিলেন তিনি। বলেছিলেন, "আপনারা তবে আমায় সুরক্ষা দিন। ওরা তো যা খুশি তাই করছে।" সুনীলের সাহস দেখে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন পুলিশও।
সুনীলের কথায়, মুম্বইয়ে তখন অনেক এলাকায় এধরনের গ্যাং ছিল। যারা গোটা শহরটাকে উথাল পাথাল করে তুলেছিল। তবে, সেসব এখন অতীত। অভিনেতার বাবাও নাকি নিজের এলাকা ছেড়ে চলে এসেছিলেন। কারণ, তিনি চান নি ছেলেরা খারাপ জায়গায় বড় হয়ে উঠুক।