Sunil Shetty-Pahalgam Terror Attack: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ, ক্ষেপে আগুন সুনীল শেট্টী, জানলে অবাক হবেন...

Bollywood Movie: শেষ ২ দিন ধরে যা কাণ্ড ঘটেছে, তারপর অনেক সিদ্ধান্তই দেখা গিয়েছে সমাজ মাধ্যমে। ফাওয়াদ খান অভিনীত আবির গুলাল নিষিদ্ধ হয়েছে ভারতে।

Bollywood Movie: শেষ ২ দিন ধরে যা কাণ্ড ঘটেছে, তারপর অনেক সিদ্ধান্তই দেখা গিয়েছে সমাজ মাধ্যমে। ফাওয়াদ খান অভিনীত আবির গুলাল নিষিদ্ধ হয়েছে ভারতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kesri veer sunil shetty

কড়া সিদ্ধান্ত নেওয়া হল...

Sunil Shetty-pahalgam attack on 2025: কাশ্মীরের পহেলগাঁও-তে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সুনীল শেঠির আসন্ন ছবি কেশরী বীর: লেজেন্ডস অফ সোমনাথ পাকিস্তানে মুক্তি পাবে না। শেষ ২ দিন ধরে যা কাণ্ড ঘটেছে, তারপর অনেক সিদ্ধান্তই দেখা গিয়েছে সমাজ মাধ্যমে। ফাওয়াদ খান অভিনীত আবির গুলাল নিষিদ্ধ হয়েছে ভারতে। আর তারপর সুনীল শেট্টির এই ছবিও পাকিস্তানে রিলিজ করছে না।

Advertisment

চৌহান স্টুডিওর প্রযোজক কানু চৌহান এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সুরজ পাঞ্চোলি, বিবেক ওবেরয় এবং আকাঙ্ক্ষা শর্মা অভিনীত এই ঐতিহাসিক মহাকাব্যটি চতুর্দশ শতাব্দীতে হানাদারদের বিরুদ্ধে সোমনাথ মন্দির রক্ষাকারী যোদ্ধাদের বীরত্বপূর্ণ প্রচেষ্টার উপর নির্মিত। এই ছবি একেবারেই হিন্দুত্ববাদের নানা দিক তুলে ধরেছে। কিন্তু, পাকিস্তানের ওপর ক্ষোভ এবং রাগের কারণেই সেই ছবি রিলিজ করছে না।  

স্ক্রিনের সাথে একচেটিয়াভাবে শেয়ার করা এক বিবৃতিতে, প্রযোজক কানু চৌহান বলেন, "ভারতের মাটিতে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি হামলার কথা শুনে এবং দেখার পর আমি আমার বিদেশী পরিবেশককে জানিয়েছি এবং নির্দেশ দিয়েছি যে আমার ছবিটি কোনও মূল্যে পাকিস্তানে মুক্তি না দেওয়া হোক। আমি চাই না যে আমার ছবিটি পাকিস্তানে মুক্তি পাক। আমার কোন সহনশীলতা নেই এবং আমাদের মাটিতে এই ধরনের কাপুরুষোচিত হামলার কোনও যুক্তি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এবং কেশরী বীর পাকিস্তানে মুক্তি পাবে না। এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো নিরীহ ভুক্তভোগীদের প্রতি এটি একটি নৈতিক অবস্থান এবং সমর্থন।" 

তিনি আরও বলেন, "কেশরী বীর অবশ্যই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চল, যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মতো অন্যান্য আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে।" কিন্তু পাকিস্তানে যে এই ছবি দেখানো হবে না সেও পরিস্কার। কেশরী বীর: লেজেন্ডস অফ সোমনাথের ট্রেলার লঞ্চ ২৯ এপ্রিল মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

Sunil Shetty pahalgam terror attack Pahalgam