হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover)। সম্প্রতি তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়েছে মুম্বইয়ের এক হাসপাতালে।
Advertisment
মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ৪৪ বছর বয়সি সুনীলের অস্ত্রোপচার হয়েছে। আপাতত অভিনেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালের তরফে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানানো হয়েছে, কমেডিয়ান-অভিনেতা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী দু দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতালে কড়া কোভিড বিধির জন্য আপাতত কাউকেই সুনীলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। যদিও তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন হাসপাতালে। তাঁরাই সুনীলের শারীরিক পরিস্থিতির খবর দিচ্ছেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের।
প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর শুনে অনুরাগীরা রীতিমতো হতভম্ব। কারণ, সুনীল বর্তমানে চুটিয়ে কাজ করছেন। হঠাৎ, তাঁর এমন কী হল যে, তড়িঘড়ি অস্ত্রোপচারের প্রয়োজন হল? প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও হৃদযন্ত্রে ঠিক কী সমস্যা হচ্ছে, সেটা হাসপাতালের তরফে জানা যায়নি এখনও।
সুনীলের অস্ত্রোপচারের খবর শুনেই দ্রুত আরোগ্য় কামনা করেছেন সিমি গেরিওয়াল। লিখেছেন, "আমি হতভম্ব এই খবর শুনে। নিজে হৃদযন্ত্রের সমস্যা নিয়েও আমাদের মনকে হাসি-খুশি রাখেন সুনীল। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন