Sunil Grover News:ফের সংবাদের শিরোনামে জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সম্প্রতি একটি মজার পোস্ট শেয়ার করেছেন সুনীল, যা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দর্শকের মুখে হাসি ফোটানো বাদ দিয়ে তিনি একন রাস্তার ধারে বসে পেঁয়াজ বিক্রি করছেন। সব্জি বিক্রেতা অবতারে সুনীলকে দেখে তো একেবারে হাসির রোল নেটপাড়ায়। কমেডিয়ানের ভক্তরা তো দেখে থ। অনেকে তো আবার কাছে এসে এক কিলো পেঁয়াজের দামও জিজ্ঞাসা করে যাচ্ছেন। একইসঙ্গে কমেডিয়ান হিসেবে সুনীলের এই লুকের তারিফ করেছেন অনেকে।
ছবি পোস্ট করে কমেডিয়ান সুনীল গ্রোভার লিখেছেন, 'আজ পঁয়াজ নিয়ে কিছু করা যাক। একট সুন্দর দিন উপভোগ করি।' তিনটি ছবি পোস্ট করেছেন। প্রথমটিতে দেখা যাচ্ছে, পেঁয়াজ ভর্তি একটি ট্রাকের উপর জিন্স আর হুডি পরে বসে আছেন সুনীল। দ্বিতীয় ছবিতে ক্রেতার জন্য পেঁয়াজ ওজন করছেন। আর তৃতীয় ছবি তো আরও হাস্যকর। কোলে একটি বাচ্চাকে বসিয়ে ক্রেতাকে তাঁর পরিমান মতো পেঁয়াজ দিচ্ছেন। মজাদার কমেন্টে ভরে গিয়েছে কমেডিয়ান সুনীলের পোস্টের কমেন্ট বক্স। এক নেটিজেন লিখেছেন, 'পেঁয়াজের দাম কত?'
অপর এক ব্যক্তি লেখেন, 'কিলো প্রতি পেঁয়াজের দাম কত? হোম ডেলিভারি হয়?' এক নাগরিক সুনীলের এই লেটেস্ট পোস্টে কপিল শর্মা শো-কে ইঙ্গিত করে লিখেছেন 'বিদায়।' 'কমেডি নাইট উইত কপিল'-এর সৌজন্যেই দর্শকের দরবারে পপুলার কমেডিয়ান কপিল শর্মা। ডঃ মাসুর গুলাটির চরিত্রে সুনীল গ্রোভারের অনবদ্য অভিনয় আজও ভোলেনি দর্শক। 'দ্যা কপিল শর্মা শো'-এ রিঙ্কু দেবীর চরিত্রও অতুলনীয়। কমেডি শোয়ের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন কমেডিয়ান সুনীল গ্রোভার।
তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে 'গব্বর ইজ ব্যাক', 'দ্যা লেডেন্ড অফ ভগৎ সিং' ও 'ভারত'। এছাড়াও গত বছর মুক্তি পেয়েছে সুনীল গ্রোভার অভিনীত 'ব্ল্যাকআউট'। এই মুহূর্তে নেটফ্লিক্সে সম্প্রচারিত 'দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-য়ে দর্শকের মনোরঞ্জন করছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। এই শো একসঙ্গে কখনও ডাফলি তো কখনও আবার ইঞ্জিনিয়র চুম্বক মিত্তলের ভূমিকায় হাজির হচ্ছেন।