scorecardresearch

‘দক্ষিণের ছেলেকেই বিয়ে করো প্লিজ..’, বাবা সুনীলের কথা রাখতেই রাহুলকে বেছে নেন আথিয়া?

মেয়ে আথিয়া লুকিয়েছিলেন সম্পর্ক, কিন্তু রাহুলের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় বাবা সুনীলেরই! তারপর?

kl rahul, sunil shetty, athiya shetty, rahul athiya, sunil shetty bollywood, athiya shetty kl rahul marriage, rahul athiya wedding, rahul athiya relationship, bollywood, bolly news
রাহুল-আথিয়ার বিয়ে নিয়ে কী বললেন সুনীল

মেয়ে আথিয়ার বিয়ের পর থেকেই হাত পা ঝাড়া বলিউডের আন্না সুনীল শেট্টি। রাহুলের সঙ্গে বেশ কিছু বছরের প্রেম, তারপর মাস খানেক আগেই গাঁটছড়া বেঁধেছেন দুজনে। কিন্তু তাদের প্রেমের গল্পের নেপথ্যের কাহিনী জানেন? বাবা সুনীল নিজেই জানিয়েছেন সেই কথা।

মেয়ে আথিয়া নয়, বরং বাবা সুনীলের সঙ্গেই প্রথম দেখা হয়েছিল রাহুলের। তখনও প্রেম দানা বাঁধেনি! দুজনের মধ্যে যে হালকা বন্ধুত্ত্বের সম্পর্ক রয়েছে সেই বিষয়েও জানান নি মেয়ে আথিয়া। কিন্তু কেন? আর পাঁচটা মেয়ের মতোই হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। এই প্রসঙ্গে কপিল শর্মা শোয়ে এসেই জানালেন সুনীল। কপিলের জিজ্ঞাস্য ছিল এই, যে আথিয়া কীভাবে বাবার সঙ্গে রাহুলের পরিচয় করিয়েছিলেন? সামনা সামনি বসিয়ে নাকি, টিভিতে দেখিয়ে দিয়েছিলেন? তারপর সুনীল জবাবে বললেন…

“আথিয়া নয়, রাহুলের সঙ্গে আমার প্রথম দেখা হয় এয়ারপোর্টে। আমি তো ওর ফ্যান ছিলাম। ব্যাঙ্গালোরের ছেলে, এত ভাল খেলছে। ভীষণ নরম স্বভাবের মানুষ আমার দারুণ লেগেছিল। তারপর যখন বাড়িতে এসে ওদের বললাম যে রাহুলের সঙ্গে দেখা হল, আমার মেয়ে এবং স্ত্রী প্রথমে কিছুই বলছে না। শুধু দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে। তারপর আমার স্ত্রী এসে বলল, তোমার মেয়ে রাহুলের সঙ্গে একটু আধটু কথা বলছে… আর বেশি কিছু নয়। আমিও বুঝে গেলাম আচ্ছা, তাহলে এই ব্যাপার”।

এইই নয়, মেয়েকে সবসময় সাউথ ইন্ডিয়ান ছেলের সঙ্গেই বিয়ে দিতে চেয়েছিলেন সুনীল। নিজের সংস্কৃতি এবং সত্বাকে একেবারেই ভুলে যান নি। মেয়েকে এও বলতেন, দয়া করে একটা সুন্দর শান্ত সাউথ ইন্ডিয়ান ছেলে নিজের জন্য পছন্দ করো, কিন্তু এও যে বাস্তবে হয়ে যাবে সে একেবারেই বুঝতে পারেন নি। বললেন, আমি খুব খুশি যে আথিয়া রাহুলকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sunil shetty claims he met with son in law rahul first before athiya