KL Rahul And Athiya Shetty Baby: দিনটা ছিল ৮ নভেম্বর, ২০২৪। তারকা দম্পতি কে.এল রাহুল ও আথিয়া শেট্টি যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছিলেন। নতুন সদস্য আসার খবর দিতেই শুভেচ্ছায় ভেসেছিলেন পেরেন্টস টু বি আথিয়া শেট্টি ও কে.এল. রাহুল। এখন শুধু সময়ের অপেক্ষা। ছোট্ট সোনার আসার অপেক্ষায় দিন গুনছেন হবু বাবা-মা। প্রেগন্যান্সি একেবারে চেটেপুটে উপভোগ করছেন মম টু বি আথিয়া শেট্টি। ইনস্টা হ্যান্ডেলে বেবি বাম্পের ফটোও শেয়ার করেছিলেন সুনীল শেট্টির আদুরে কন্যা আথিয়া শেট্টি। নাতি-পুতির অপেক্ষায় দিন গুনছেন হবু দাদু সুনীল শেট্টি। খাবার টেবিলে এখন শুধু আসন্ন খুদেকে নিয়েই অলোচনা। এর বাইরে কোনও কথাই যেন নেই। Chanda Kochhar-এর পডকাস্টে এসে সুনীল শেট্টি জানান কবে ছোট্ট সোনার পদধূলি পড়বে। আর মাত্র একটা মাসের অপেক্ষা তারই দাদু হওয়ার স্বপ্নপূরণ হবে অভিনেতার।
কে.এল রাহুল ও আথিয়া শেট্টির হবু সন্তানকে নিয়ে খুবই উত্তেজিত সুনীল শেট্টি। আনন্দের সঙ্গে জানান, 'এই মুহূর্তে হবু নাতি-নাতনিকে নিয়েই বাড়িতে সবসময় আলোচনা হয়। এছাড়া এখন আলোচনার আর কোনও বিষয়ই নেই। আমরা শুধু দিন গুনছি কবে ছোট্ট সোনা ঘরে আসবে। এপ্রিলের জন্য অপেক্ষা করছি।' এই মুহূর্তে প্রেগন্যান্সি গ্লো একেবারে ঠিকরে বেরচ্ছে। মেয়ের ঘরে পুত্র না কন্যা সন্তানের আশা করছেন আথিয়ার ড্যাডি কুল সুনীল? তাঁর সপাট জবাব, 'একটা সুস্থ বাচ্চা ঘরে আসুক এটাই চাই। ছেলে-মেয়ে নিয়ে কোনও বিভেদ নেই। আমার তো মনে হয় মেয়েরা গর্ভবতী অবস্থায় সবচেয়ে সুন্দরী। মানা (আমার স্ত্রী) যখন অন্তঃসত্ত্বা ছিল তখন ওকে খুব সুন্দর দেখতে লাগত। আমার নজরে তো আথিয়া এখনই সবচেয়ে সুন্দর।'
প্রেগন্যান্সিতেও স্টাইল স্টেটমেন্টে নজির গড়েছিলেন আথিয়া শেট্টি। গ্ল্যামারাস লুকের সঙ্গে কী ভাবে নিজেকে কমফোর্ট রাখা যায় যেন তসেইব টিপস দিয়ে ছিলেন রাহুল ঘরণী। মেটারনিটি ফটোশ্যুটে গ্ল্যাম অবতারে নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরেছিলেন আথিয়া। Club L London ব্র্যান্ডের ম্যাক্সি ড্রেসের ওয়েবসাইট অনুযায়ী আথিয়া শেট্টির মেটারনিটি শ্যুটের পোশাকের দাম ৪২ হাজার ১০০ টাকা। প্রথমবার সিঙ্গল ফটোশ্যুটে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনেন আথিয়া।
বেবি বাম্প প্রদর্শন করতেই হৃদয় আর ইভিল আইয়ের ইমোজি দিয়েছেন সুনীল শেট্টি। এছাড়াও ইন্ডাস্ট্রির সতীর্থ হুমা কুরেশি, আয়েশা শ্রফ, ইলিয়ানা ডিক্রুজ সহ অনেকেই লাল হৃদয় আর ইভিল আইয়ের ইমোজি দিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন মম টু বি আথিয়া শেট্টিকে। শুভেচ্ছা জানিয়েছিলেন অদিতি রাও হায়দারি থেকে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা, ভূমি পেদনেকার, ধনশ্রী।