ইন্ডিয়া পাকিস্তান অশান্তি, যুদ্ধ কিংবা সেই অ্যাঙ্গেলের সবকিছুই! মানুষের মনে তাঁর প্রভাব কতটা সেটা কিন্তু ২২ বছর পর যখন গদর ২ রিলিজ করে, তাঁর জনপ্রিয়তা দেখেই আন্দাজ করা গিয়েছিল। এমনকি, তারা সিং সানি দেওল যে আজও বক্স অফিস কাঁপাতে পারেন সেটিও পরিষ্কার।
গদর ছবির সিক্যুয়াল বানাতে সময় লেগে গিয়েছে প্রায় ২২ বছর। কিন্তু, এবছরের বক্স অফিসের সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি। তারা সিং হ্যান্ড পাম্প তুলতেই হলে উন্মাদনা। এই বয়সেও সানি দেওল নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন। অন্যদিকে, এই ছবিতে সেইসব তারকারাই অভিনয় করেছিলেন যারা প্রথম গদর ছবিতে ছিলেন। এবারের ৫০০ কোটির সাফল্যের পর আর ২২ বছর অপেক্ষা করতে হবে না।
আগামী বছর থেকেই শুরু হবে শুটিং। ২০২৪ সালে আনুষ্ঠানিক ঘোষণা হবে এই ছবির তৃতীয় ভাগের। সানি দেওল এর ওপর পুরো ভরসা আছে প্রযোজকের। যারা যারা গদরের দ্বিতীয় পার্টটিতে অভিনয় করেছেন তাদেরকে দেখা যাবে সানি দেওলের সঙ্গে। কিন্তু ভিলেন কে হবে?
অনিল শর্মা প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, এই ছবির গল্প কেমন হবে সেটা তো ভাবা হয়ে গিয়েছি। আগামীতে কী হবে সেটা নিয়ে কাজ শুরু হয়েছে। কিন্তু ভিলেন কে হবে সেটাই এখন বিচার করার পালা। কারণ, প্রথম ভাগে অমরেশ পুরী, দ্বিতীয় ভাগে মণীশ বাধবা ছিলেন ভিলেনের ভূমিকায়।
তারা সিং হিসেবে সানি দেওল থাকবেন। কিন্তু সাকিনা অর্থাৎ অমিশা প্যাটেল জানিয়ে দিয়েছেন তিনি যদি সঠিক যোগ্যতা তাঁর চরিত্রের জন্য না পান, তবে এতে অভিনয় করবেন কিনা সেটা ভেবে দেখবেন।
কবে রিলিজ করতে পারে?
প্রোডাকশনের তরফে জানানো হয়েছে দুই বছরের মধ্যেই ছবিটি ফ্লোরে আসবে। এমন চেষ্টায় রয়েছে সকলে। কানাঘুষো খবর, ২০২৫ সালে স্বাধীনতা দিবসের সময় রিলিজ হতে পারে এই ছবি।