শর্তসাপেক্ষে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে পারবেন সানি লিওনি, বললেন কন্নড় সমাজকর্মীরা

বেঙ্গালুরুর ময়ান্তা টেক পার্কে ৩ নভেম্বর অনুষ্ঠান রয়েছে সানি লিওনির। প্রথমবার বেঙ্গালুরুতে লাইভ অনুষ্ঠান করবেন বলিউডের এই ডিভা। তবে কন্নড় অ্যাক্টিভিস্টরা ইতিমধ্যেই জারি করেছেন ফরমান।

বেঙ্গালুরুর ময়ান্তা টেক পার্কে ৩ নভেম্বর অনুষ্ঠান রয়েছে সানি লিওনির। প্রথমবার বেঙ্গালুরুতে লাইভ অনুষ্ঠান করবেন বলিউডের এই ডিভা। তবে কন্নড় অ্যাক্টিভিস্টরা ইতিমধ্যেই জারি করেছেন ফরমান।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunny Leone

বেঙ্গালুরুর ময়ান্তা টেক পার্কে ৩ নভেম্বর অনুষ্ঠান রয়েছে সানি লিওনির।

বেঙ্গালুরুর ময়ান্তা টেক পার্কে ৩ নভেম্বর অনুষ্ঠান রয়েছে সানি লিওনির। প্রথমবার বেঙ্গালুরুতে লাইভ অনুষ্ঠান করবেন বলিউডের এই ডিভা। তবে কন্নড় অ্যাক্টিভিস্টরা ইতিমধ্যেই জারি করেছেন ফরমান। সংবাদমাধ্যমে সানি লিওনির অনুষ্ঠানের খবর পড়ার পরেই মাথা চাড়া দিয়ে ওঠেন এই সমাজকর্মীরা। তাঁরা শহরে সানি লিওনিকে ব্যান করে দেওয়ার প্রচার শুরু করেন। তবে পরবর্তীতে নিজেদের গলার সুর নামিয়ে নেন তাঁরা। সানি লিওনির শহরে অনুষ্ঠান করায় সায়ও দেন, কিন্তু শর্তসাপেক্ষে।

Advertisment

নিউজ মিনিটকে কর্ণাটকের রক্ষা ভেদিকের প্রধান প্রবীণ শেট্টি বলেন, "সানি লিওনির শহরে অনুষ্ঠান করা নিয়ে বিরোধিতা করছি না আমরা।" তিনি নির্দ্বিধায় শহরে আসতে পারেন, অনুষ্ঠানও করতে পারেন, কিন্তু আমরা জোর দিচ্ছি যাতে অনুষ্ঠানে কন্নড়কে তুলে ধরা হয়। গতবছর, প্রো-কন্নড় দল ও অন্যন্য অ্যাক্টিভিস্ট দল কর্ণাটকে নিউ ইয়ারের দিন সানি লিওনির অনুষ্ঠান করায় বাধা দেয়। তারা দাবি করে, তাতে কন্নড় সংস্কৃতির ক্ষতি হবে। সরকারও এই দাবিকে পরোক্ষ সমর্থন দিয়েছিল। পরে সানি লিওনিকে অনুষ্ঠান করা থেকে বিরত করার জন্য কর্ণাটকের মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি পুলিশকে নির্দেশ দেন। রামালিঙ্গ রেড্ডি বলেন,"সংগঠকরা অনুষ্ঠানটি করার অনুমতি নিয়েছিলেন। কিন্তু তাঁদের বলা উচিত ছিল, এটা গানের অনুষ্ঠান, ভরতনাট্যম, না সানি লিওনির পারফরমেন্স।"

আরও পড়ুন, অর্জুন রেড্ডির হিন্দি ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে কিয়ারা আদবানি

Advertisment

এমনকি এই বির্তকের জেরে সানি লিওনিকে ফিরে যেতে হয়েছিল। বাতিল করতে হয়েছিল তাঁর শো। আবার প্রায় এক বছর পরে, সেই একই আয়োজকরা সানি লিওনির অনুষ্ঠানের আয়োজন করেছেন। বেঙ্গালুরুর ময়ান্তা টেক পার্কে আউটার রিং রোডে ৩ নভেম্বর অনুষ্ঠান রয়েছে সানি লিওনির। তবে আয়োজককারীরা জানিয়েছেন, অনুষ্ঠানের শুরু হবে গায়ক রঘু দীক্ষিতের মিউজিক দিয়ে। সানি পরে নাচের অনুষ্ঠানে যোগ দেবেন। শুধু হিন্দি বলিউড গানই নয়, সঙ্গে থাকবে কন্নড় গানও।

Sunny Leone