বে-খেয়ালে ক্রেডিট কার্ড হাওয়া! সানি লিওনের কাণ্ডে হইচই

ক্রেডিট কার্ডের দিকে হুঁশ নেই সানির?

ক্রেডিট কার্ডের দিকে হুঁশ নেই সানির?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sunny leone, sunny leone photoes, sunny leone credit card

সানি লিওন

ক্রেডিট কার্ড এর দিকে হুশ নেই? ফ্যাশন দেখাতে গিয়ে নিজের জরুরি জিনিস হারাতে বসেছিলেন সানি লিওন। তাঁর এই কাণ্ডে হেসে কুটোকুটি নেটজনতার। দুবাইয়ে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন তিনি, তারপর?

Advertisment

পরনে গ্লিটার সাদা রঙের পোশাক, হাই থাই স্লিট পোশাকে দারুণ লাগছিল সানিকে। একসঙ্গে অনেক জিনিস হাতে করে বহন করছিলেন তিনি। ব্যাগ ছিল সঙ্গে। ভুলবশতই হাত থেকে ফেলে দিলেন একটি জিনিষ। আর তাতেই সানিকে অন্যমনস্ক বলছেন বেশিরভাগ।

দরজা দিয়ে ঢুকতে গিয়েই নিজের জরুরি কার্ড ফেলে দিলেন মাটিতে। কিন্তু একবারও বুঝতেও পারলেন না। পাশের ব্যক্তি যদি কার্ড তুলে না দিতেন, তাহলে খেয়ালেও আসত না সানির। নিজের মতোই গেট দিয়ে ঢুকে আসছিলেন তিনি। সানিকে ক্রেডিট কার্ড তুলে দেওয়া ব্যক্তিকে সাবাশি দিলেন অনেকেই।

Advertisment

উল্লেখ্য, ক্যামেরাকে লক্ষ্য করতে গিয়েই এই কান্ড ঘটালেন সানি। শুধু তাই নয়, তাঁর এই বে আক্কেলে ভাব দেখে হেসে যাচ্ছেন স্বামী ড্যানিয়েলও। সকলের প্রশ্ন একটাই, কার্ড হারালে কী হত? আবার কেউ বলছেন…পাশের লোকটি বুঝতেই পেরেছিলেন যে উনি কার্ডটা ফেলবেন।

bollywood Entertainment News