তাঁকে একসময় অ্যাডাল্ট সিনেমার জন্য নানা কথা শুনতে হয়েছে। সানি লিওনকে ( Sunny Leone ) ভয়ঙ্কর কটু কথার স্বীকার হতে হয়েছে অতীতে। কিন্তু, এখন তার পরিচিতি সম্পূর্ন ভিন্ন। তাঁকে অভিনেত্রী হিসেবে অনেকেই মান্যতা দিয়েছেন। আর এবার রণবীর কাপুরকে ( Ranbir Kapoor ) নিয়ে বড় কথা তাঁর।
অ্যানিম্যাল ছবি দিয়েই রণবীর তার জীবনের অন্যতম হিট পেয়েছেন। আর এই ছবিতে ভায়োলেন্স, রোম্যান্স এবং নারী নির্যাতনের ঝলক দেখা গিয়েছে। অনেকেই এই ছবিকে ভালবেসেছেন, আবার কেউ কেউ অস্বস্তি প্রকাশ করেছেন। অভিনেত্রী সানি এবার রণবীরের এই ছবি নিয়েই নানা মন্তব্য করে বসেছেন। বিশেষ করে তৃপ্তি দিমরির সঙ্গে জুতো চাটার দৃশ্য নিয়েও নানা আলোচনা হয়েছে। একজন মেয়েকে এই সংলাপ বলার সাহস হয় কী করে? ভবিষ্যত প্রজন্মের ভয়ঙ্কর পছন্দ নিয়েও সমালোচনা হয়েছে।
কী বললেন সানি লিওন...( Sunny Leone on Animal )?
একসময়, এসব নানা কিছু মধ্যে দিয়ে গিয়েছেন সানি। আর অভিনেত্রী বর্তমানে অ্যানিম্যালের সাফল্য প্রসঙ্গেই বললেন... "সিনেমা নিয়ে একটা কথাই বলা যায়, এটা আমাদের ইচ্ছের ওপর নির্ভর করে। যে আমরা দেখব নাকি দেখব না! কিন্তু বিনোদন বিষয়টা চক্রব্যুহের মত, বারবার ফিরে ফিরে আসে। আমাদের খুব খারাপ সময় হয়েছে। সিনেমার অধোগতি হয়েছিল একসময়। কিন্তু, এখন আবার তারা সিনেমাহলে ফিরছেন। তারা টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছেন।"
আরও পড়ুন - Ranbir Kapoor-Raha: একরত্তির জন্য শরীরে কত আঘাত সয়েছেন, মেয়ে রাহাকে দেওয়া কথা রাখলেন রণবীর
রণবীর কাপুরের এই ছবি মানুষের কী করে ভাল লাগতে পারে! এত ভায়োলেন্স, এর উগ্রতা.. সমাজের অন্ধকার দিকের কথা বলেছিলেন জাভেদ আখতার নিজেও। তবে সানি বললেন, "কী সিনেমা মানুষ দেখবেন সেটা তাদের নিজের ব্যাপার। সবসময় এমনটা নয়, কেউ কিছু লিখছে, কেউ কিছু বানাচ্ছে মানে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। সেটা আমাদের পছন্দ। অল্পবয়সীদের ক্ষেত্রে বিষয়টা জড়ালো। এক্ষেত্রে, বাবা মায়ের একটু সাবধান থাকা উচিত। তারা কী দেখছে, সেক্ষেত্রে একটু ভাল করে তাদের বোঝানো উচিত। তাদের এগিয়ে গিয়ে বন্ধু হিসেবে কথা বলেন। আমাদের ভাল থাকা উচিত, একে অপরের পাশে দাড়ানো উচিত।"
উল্লেখ্য, রণবীর কাপুরের এই হিট ছবি প্রসঙ্গে নানা ঝড় উঠেছিল। কখনও সে উলঙ্গ হয়ে ঘুরছে আবার কখনও তাঁর ভায়োলেন্স, মারপিট। যদিও এসবের মধ্যে নজর কেড়েছেন ববি দেওল। অনেকবছর পর তিনি ফের ভালবাসা পেয়েছেন মানুষের।