/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Snapinsta.app_348230729_1424862655031544_4863200668159494240_n_1024.jpg)
সানির প্রত্যাবর্তন
সানি লিওন, বিতর্ক এবং ভালবাসা বেষ্টিত এই নাম। কেউ কেউ তাঁকে ঘৃণার চোখে দেখেন আবার কেউ কেউ দেখেন ভালোবেসে। কিন্তু, সানির বলিউড যাত্রার পথ খুব একটা মসৃণ ছিল না। কেন?
এডাল্ট সিনেমার একসময় বিখ্যাত নাম ছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে এসেছেন সেই পথ। মানুষের কটু কথা, আঙ্গুলের নিশানা থেকে বেরিয়ে এসেছেন তিনি। অন্তত, তাঁর নিজের এখন এটাই মনে হয়। নীলছবির দুনিয়া এখন অতীত। সিনেমার দুনিয়ায় পা রেখেছেন তিনি। বিগ বস থেকেই খ্যাতনামা তিনি। এখন তিন সন্তানের মা। তবে, প্রতিকূলতা কি পিছু ছেড়েছে?
আরও পড়ুন < ‘আমার কি মরে যাওয়া উচিত?’ বিয়ের পর থেকেই চূড়ান্ত অশান্তি, নাজেহাল আশিস বিদ্যার্থী! >
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস এর সঙ্গে সাক্ষাৎকারে সত্যিটা জানিয়েছেন তিনি। অনুরাগ কাশ্যপ এর কেনেডি ছবিতে তাঁকে দেখা যাবে। এ যেন তাঁর স্বপ্নপূরণ! অভিনেত্রীর কাছে সবকিছুই যেন আজও ঘোলাটে। বলিউডের প্রথম সারির পরিচালক তাঁকে ডেকেছেন? অভিনেত্রী বলেন, অনেক কিছু আমায় সহ্য করতে হয়েছে। ভয়ঙ্কর প্রতিকূলতা পেরিয়ে এসেছি, কিন্তু এখন সব ঠিক আছে। দশবছর অনেক কিছু ঘটেছে। আমার ওপর থেকে মানুষের আস্থা হারিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি ভগবান আমায় খুব ভালবাসেন।
উল্লেখ্য, এখন নতুন করে রাস্তা বানানোর পালা অভিনেত্রীর। অভিনেত্রীর কথায়, আমায় কাজ করে যেতে হবে। মানুষের কাছে সদয় থাকতে হবে। এখন জীবন পুরোই আনন্দময়।