লকডাউন! অনলাইনে চ্যাট শো সানি লিওনির

ইনস্টাগ্রামে সানি লিওনি শেয়ার করেছেন যে তিনি অনলাইনে লাইভ চ্যাট শুরু করতে চলেছেন। শুক্রবার ইউটিউবার অনিশা দীক্ষিতের সঙ্গে শুরুটা হবে সেই শো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টিমমেম্বার দের সঙ্গে কি কাণ্ডটাই না ঘটালেন সানি লিওন

অভিনেতা সানি লিওনি বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি ডি়জিটাল লাইভ চ্যাট শো লকড আপ উইথ সানি শুরু করতে চলেছেন। ৩৮ বছরের অভিনেতা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যে তিনি অনলাইনে লাইভ চ্যাট শুরু করছেন, যেখানে তাঁর প্রথম অতিথি ইউটিউবার অনিশা দীক্ষিত।

Advertisment

একটি বিবৃতিতে সানি বলেন, আমার ভক্ত ও ইনস্টা ইউজারদের সঙ্গে মজ করে সময় কাটানোটাই উদ্দেশ্য। ভারী ভারী কথা না বলে হালকা আনন্দের সঙ্গে আড্ডা দেব অতিথিদের নিয়ে। ৩ এপ্রিলের অতিথি ডাব্বু রত্নানি।

Advertisment

লকডাউন উইথ সানি -শোয়ে অভিনেতাকে বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলতে দেখা যাবে। বিশ্বের এই ভয়ানক পরিস্থিতিতে কীভাবে কোয়ারেন্টিন কাটাচ্ছেন, আলোচনা হবে তা নিয়েও।

যোগা শেখানো থেকে শুরু করে, লাইভ মিউজিক, ভার্চুয়াল ডান্স ক্লাস সোশাল মিডিয়ায় কী না করছেন তারকারা। সাধারণ মানুষকে ব্যস্ত রাখতে ও ২১ দিনের লকডাউনে সুস্থ রাখতেই এই প্রয়াস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sunny Leone