Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev Birthday: শেষ ৫ দিনে বক্স অফিসে একচেটিয়া রাজত্ব, জন্মদিনে ভক্তদের মাঝে পৌঁছলেন 'বাদশা' দেব, তারপর?

Dev Birthday - Khadaan: ভক্তদের অগুনতি ভালবাসায় তিনি মুগ্ধ। শেষ ৪ দিন ধরে যেভাবে তিনি সাফল্যের সোনার পালঙ্কে বসে রয়েছেন, তাতে এটুকু পরিষ্কার, টলিউডের শেষ সুপারস্টার হয়তো বা তিনিই।

author-image
Anurupa Chakraborty
New Update
dev khadaan

খাদান সাফল্যের পর, ভক্তদের মাঝে দেব... Photograph: (Instagram)

Khadaan Success-Dev Birthday: খাদান সাফল্য তুঙ্গে! চারটে বাংলা ছবিকে টেক্কা দিয়ে দেব এগিয়ে চলেছেন রাজধানীর গতিতে। সামনে কেউ তাকে আটকানোর নেই। আর এবারের বার্থডে যেন আরও স্পেশ্যাল তাঁর কাছে। বিশেষ করে তাঁর এই সাফল্য তাতে চেরি অন টপ। অভিনেতাকে সবসময় দেখা যাচ্ছে হাসিখুশি মেজাজে।

Advertisment

তাঁর সঙ্গে সঙ্গে ভক্তদের অগুনতি ভালবাসায় তিনি মুগ্ধ। শেষ ৪ দিন ধরে যেভাবে তিনি সাফল্যের সোনার পালঙ্কে বসে রয়েছেন, তাতে এটুকু পরিষ্কার, টলিউডের শেষ সুপারস্টার হয়তো বা তিনিই। আর আজ, দেখা গেল তাঁর জনপ্রিয়তা কতটা! যদিও সেই নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। আজ সকলে মিলে হাজির হয়েই দেবের জন্মদিন উদযাপন করলেন।

বড়দিন মানেই সেব ভক্তদের কাছে আলাদাই উন্মাদনা। কারণ, তাঁদের রাজার আজ জন্মদিন। তাই তো, উদযাপনে কোনও খামতি নেই। দেবের সামনে অজস্র কেক। আর অভিনেতা সেসব দেখে আপ্লুত। সঙ্গে সামনে কত যে মানুষ, তাঁর ইয়ত্তা নেই। অভিনেতা এত ভালবাসা দেখে স্তম্ভিত। তাঁকে দেখা গেল সকলকে ধন্যবাদ জানাতে। ফ্লাইং কিস ছুঁড়তে। সমাজ মাধ্যমে কিন্তু ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে, কেউ কেউ তাঁর এক ঝলক পেতে হাজির হলেন।

Advertisment

দেবের সামনে শুধু অগুনতি কেক নয়, বরং তাঁকে দেখে স্লোগান দিলেন ভক্তরা। কেউ বললেন, ১-২-৩-৪... দেব দা সুপারস্টার। আবার কেউ বললেন, সেই চেনা স্লোগান.. শিরায় শিরায় রক্ত, দেব দার ভক্ত। এগুলো শুনে আর দেবের হাসি দেখে কে? এখানেই শেষ না। আজ যেহেতু তাঁর জন্মদিন আর দেব দর্শন যখন হয়েছে, তখন দেবকে না ঘিরে ধরলে হয়? দেবের চারপাশে বহু মানুষ। কেউ একটা অটোগ্রাফ চাইলেন আবার কেউ একটা ছবি। কেউ নিয়ে গিয়েছিলেন ফুল। কিন্তু, বাংলার সুপারস্টার, সকলের আবদার পূরণ করলেন। কাউকে সই করে দিলেন, কারওর ফুলটা হাতে নিলেন।

প্রসঙ্গে ৪ দিন পার হতেই দেখা গিয়েছিল প্রায় সাড়ে চার কোটির ব্যবসা করেছিল দেবের ছবি খাদান। আর আজ হয়তো ছুটির দিনে সেই মাত্রা আরও বেড়েছে। বাণিজ্য বিশেষজ্ঞরা আশা করেছিলেন, আজকের দিনে দেবের খাদান প্রায় দেড় কোটির ব্যবসা করতে পারে। কিন্তু, কতটা সেটা সম্ভব হল, তা সময় বলবে।

tollywood news tollywood Dev Tollywood superstar Dev Khadaan
Advertisment