Khadaan Box Office: ইতিহাস তৈরী করতে গেলে যে দম লাগে, সেটা অন্তত দেব প্রমাণ করে দিয়েছেন। একটা ছবি, কেবলমাত্র একটা ছবি দিয়েই নিজের চেনা জনারে ফেরা যায়, সেটা তিনি আবারও প্রমাণ করলেন। আর নিজে যেভাবে ইতিহাস সৃষ্টি করেছেন, তাতে অভিনেতা আপ্লুত।
খাদান যেদিন থেকে রিলিজ করেছে সেদিন থেকেই বক্স অফিসে কাঁপাকাঁপি। আর বাকি তিনটি ছবিকে বলে বলে গোল দিয়েছেন দেব। এরকম মাস এন্টারটেনার এই ছবি, বাংলার দর্শককে ফের একবার চাঙ্গা করে তুলেছে। কিন্তু, যত দিন পেরোচ্ছে তত যেন এই ছবির বক্স অফিসে আয় বাড়ছে। আর তাঁর সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভালবাসা। গতকাল দেব লাইভ এসে জানিয়ে দিয়েছিলেন ঠিক কতটা তারা গর্বিত।
প্রথম দিনেই প্রায় ১ কোটির কাছাকাছি। আর দ্বিতীয় দিনে তাঁর থেকেও বেশি। আশা করা যাচ্ছে আজ রবিবার, বড়দিনের আগে আজকে সবথেকে বেশি টিকিট বিক্রি হতে পারে। এমনকি রবিবার উপলক্ষে বেড়েছে শো ও। আর তিনদিন ব্যাপী এই লাগাতার মানুষের ভালবাসা পেয়ে হিস্ট্রি মেকিং অভিনেতার সমাজ মাধ্যমে ফের একটি পোস্ট। এর আগেও আরও দুটি ছবিতে চূড়ান্ত রেসপন্স পেয়েছিলেন তিনি। না তাতে অ্যাকশন ছিল না। আদ্যোপান্ত, ইতিহাস সমৃদ্ধ বইয়ের পাতা থেকে তৈরি দুটি ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্প অবলম্বনে চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। এই দুটি ছবিকেও বাঙালি ভালবাসা দিয়েছিল।
আর আজ দেব সমাজ মাধ্যমে লিখছেন... "আমার কাছে শব্দ নেই, ভালবাসা এবং কৃতজ্ঞতা জাহির করার। চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযানের পর, খাদান যেভাবে আপনাদের ভালবাসা পাচ্ছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন বড়, এবং তৃতীয় দিন তাঁর থেকেও বড়। প্রতিদিন এটা রেকর্ড সৃষ্টি করছে। আমি জানি না, আমার ইমোশনকে কীভাবে শব্দে ব্যাখ্যা করব। আমি খুশি কারণ আমার দর্শক খুশি। বাংলা সিনেমা খাদানের মাধ্যমে আবার ব্যাক করল।"
উল্লেখ্য, ২ দিনে ২ কোটি পার এই ছবির। এবং আশা করা যাচ্ছে এই ছবি আজকের দিনে আরও বেশি ব্যবসা করতে পারে। ভক্তরা এমন আশা করছেন, ১০০ দিন চললে এই ছবি ১০০ কোটি পার করে যাবে। আর এটুকু বোঝা যাচ্ছে, এই ছবি বহুরূপীকে বক্স অফিসে টেক্কা দিয়ে যাবে।