Ranveer Allahbadia: সুপ্রিম নির্দেশে স্বস্তিতে 'বিতর্কিত' ইউটিউবার রণবীর, শর্তসাপেক্ষ অনুমতিতে শুরু হচ্ছে 'দ্য রণবীর শো'

The Ranveer Show: 'ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট'-এ মা-বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রণবীর এলাহবাদিয়া। সেই মন্তব্যের জেরে দ্য রণবীর শো'-র উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অবশেষে রণবীরের 'রুজিরুটির' কথা ভেবে শো শুরুর শর্তসাপেক্ষ অনুমতি দিল সর্বোচ্চ আদালত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শর্তসাপেক্ষ অনুমতিতে শুরু হচ্ছে 'দ্য রণবীর শো'

শর্তসাপেক্ষ অনুমতিতে শুরু হচ্ছে 'দ্য রণবীর শো'

Ranveer Allahbadia Podcast To Start: সোমবার সুপ্রিম নির্দেশে স্বস্তিতে বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। জনপ্রিয় রিয়্যালিটি শো 'ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট'-এ মা-বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গিয়েছেন এই 'বিতর্কিত' ইউটিউবার। সময় রায়না সঞ্চালিত এই শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন রণবীর। এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, বাবা-মায়ের সঙ্গম দেখবেন নাকি নিজে যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোগী হবেন?

Advertisment

এই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষ ধেয়ে আসে শোয়ের সঞ্চালক সমটয় রায়নার দিকে। তাঁর উপর দিয়েও বয়ে যাচ্ছে ঝড় ঝাপটা। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এর মাঝেই কিছুটা স্বস্তিতে রণবীর। তাঁর অনুরোধ মেনে নিয়েছে সর্বোচ্চ আদালত। শুরু হচ্ছে 'দ্য রণবীর শো'। তবে রয়েছে বেশ কিছু শর্তাবলী। কোনওভাবেই শালীনতা লঙ্ঘন করা যাবে না। 

ইউটিউবার রণবীর এলাহবাদিয়া সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দিয়েছিলেন। কাতর আর্জি জানিয়ে লিখেছিলেন, এই শো-ই রুজিরুটির একমাত্র মাধ্যম। তাঁর অধীনে ২৮০ জন কর্মী রয়েছেন। তাই তাঁকে যেন ফের পডকাস্ট শুরু করার অনুমতি দেওয়া হয়। রণবীরের আর্জি শুনেছে সুপ্রিম কোর্ট।

শো চালু করার অনুমতি দিলেও বেঁধে দিয়েছে বেশ কিছু নিয়মাবলি। কোনও রকম নৈতিক স্খলন যাতে না হয়, সে দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।  'ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট'-এ রণবীরের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর পডকস্টের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়ছিল। অবশেষে সোমবার রণবীরের শোয়ের উপর থেকে সরিয়ে নেওয়া হল সেই নিষেধাজ্ঞা।

Advertisment

উল্লেখ্য, শুনানির সময় রণবীর বেঞ্চের কাছে আবেদন করেন তাঁর পডকাস্ট, দ্য রণবীর শো সম্প্রচারের অনুমতি দেওয়া হোক। কারণ এই শো-ই তাঁর আয়ের একমাত্র উৎস।  'বিতর্কিত' ইউটিউবার রণবীর এলাহবাদিয়ার আবেদন বিচার বিবেচনা করে দেখে বেঞ্চ। অবশেষে 'দ্য রণবীর শো' পুনরায় সম্প্রচারের জন্য শর্তসাপেক্ষ অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। এই শোয়ে যাতে কোনও আপত্তিকর কনটেন্ট না থাকে সেই বষয়টি নিশ্চিত করে রণবীরকে অঙ্গীকারপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

India’s Got Talent viral youtuber Ranveer Allahabadia