Advertisment
Presenting Partner
Desktop GIF

'দরকারে সরি বলব, কিন্তু দিদি ছবিটা একবার দেখুন', সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত 'The Kerala Story'র পরিচালক

বঙ্গে দেখানো যাবে কেরালা স্টোরি, প্রসঙ্গে কী বলছেন পরিচালক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
the kerala story, CM mamata banerjee, Sudipto sen, The kerala story controversy, the kerala story news, the kerala story update, bengals verdict kerala story, supreme court verdict on kerala story, cm mamata banerjee on kerala story, দ্যা কেরালা স্টোরি, মমতা বন্দ্যোপাধ্যায়, entertainment news, bollywood udate, bolly news, news update, indian express entertianment news, indian express news,

দ্যা কেরালা স্টোরি নিয়ে কলকাতায় সরব পরিচালক

গতসপ্তাহে রাজ্যে নিষিদ্ধ করা হয়েছিল দ্যা কেরালা স্টোরি। তবে, সপ্তাহ ঘুরতেই আবারও এক নজিরবিহীন ঘটনা। সুপ্রিম নির্দেশে এবার এ রাজ্যেও দেখানো যাবে এই ছবি। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। সারা দেশে যখন দেখানো হচ্ছে এই ছবি তখন বাংলায় কেন নিষিদ্ধ হবে, সেই নিয়েও আওয়াজ তুলেছিলেন অনেকেই।

Advertisment

তবে, আজ দিনের মধ্যভাগেই এল নির্দেশ। রাজ্যে দেখানো যাবে কেরালা স্টোরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সিদ্ধান্তকে প্রাধান্য দিল না সুপ্রিম কোর্ট। তারপর খবর পেতেই কী বলছেন বাঙালি পরিচালক? সুদীপ্ত সেন খোদ বাংলার ছেলে। ছবি বাংলায় ব্যান হওয়ার পর বেশ দুঃখই পেয়েছিলেন তিনি। কিন্তু আজ? সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন...

আরও পড়ুন < ‘টাইগার আহত…!’ স্পাই থ্রিলার রিলিজের আগেই গুরুতর চোট পেলেন সলমন >

"আমি এইমাত্র জানলাম। আদালত থেকে কোনও প্রতিলিপি পাইনি। এটাই আনন্দ যে বাংলার মানুষ হলে ছবিটা দেখতে পাবেন। একজন বাঙালি হিসেবে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু আজ অনেকটাই স্বস্তিতে"। যথারীতি, এই খবর তাঁকে এক অদ্ভুত আনন্দ দিয়েছে। সামনের দিনে প্ল্যান করেই কলকাতায় আসবেন কিনা সেও ভেবে দেখবেন।

উল্লেখ্য, বাংলায় কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার পর থেকেই, নির্মাতারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুদীপ্ত সেন আগেই জানিয়েছিলেন, একটা ছবি ব্যান করা ছেলেখেলার মত ব্যাপার। ছবিটা না দেখেই সেটাকে নিষেধ করার কোনও অর্থ নেই। ছবির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছিলেন পরিচালক। অন্যদিকে, কেরালা স্টোরির কারণে ধর্মীয় ভাবমূর্তি নষ্ট হয়ে পারে বলেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরে পরেই এই ছবিকে উত্তরপ্রদেশে করমুক্ত করেছিল সরকার।

The Kerala Story bollywood Entertainment News
Advertisment