/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/spriya.jpg)
শন বন্দ্যোপাধ্যায় শেয়ার করলেন সেসব ছবি
তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে ছন্দ ভাঙার কাজ করেছিলেন। বেশ অনেকবার নান ধরনের চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। মেঘে ঢাকা তারা হোক কিংবা সন্ন্যাসী রাজা অথবা চৌরঙ্গী... তিনি সবসময় নিজেকে সেঁকে পুড়ে দিয়েছেন ভারতীয় সিনেমার খাতে।
আজ তাঁরই জন্মদিন। সেই পুরোনো দিনের ইতিকথা তুলে ধরলেন তাঁর নাতি। পরনে নানা ধরনের পোশাক। তথাকথিত শাড়ি না। বরং তিনি ওয়েস্টার্ন পোশাকে ধরা দিলেন। অভিনেত্রীর চোখে টানা টানা কাজল, স্মিত হাসি...অভিনেত্রী ধরা দিলেন একদম ভিন্ন রূপে। যারা তাঁর ছবি দেখেছেন হয়তো, এই ছবিগুলো অনেকেই দেখে থাকবেন। তিনি বরাবরই অনন্যা...
সেযুগে দাঁড়িয়েও তিনি যেভাবে আত্মপ্রকাশ করতেন। প্রশংসা করতে হয়। স্টকিংস, পালক, সঙ্গ উন্মুক্ত বক্ষ বিভাজিকা... অভিনেত্রীকে যা সুন্দর লাগছিল যেন মোহময়ী। তিনি আর কেউ নয়, বরং সুপ্রিয়া দেবী। আজ তাঁর জন্মদিন উপলক্ষে বেশ কিছু পুরনো ছবি শেয়ার করেছেন নাতি শন বন্দোপাধ্যায়।
তিনি দিদার ছবি শেয়ার করে লিখলেন.. দিদা, তোমার ৯১ তম জন্মদিনে প্রণাম এবং শ্রদ্ধা। অভিনেতার এই পোস্টে অনেকেই প্রণাম জানিয়েছেন। বর্ষীয়ান এবং প্রয়াত অভিনেত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তারা। শন নিজের মতো করেই কিছু করার চেষ্টা করেছেন। দিদার ছবিতে ফুল মিষ্টি...এবং নিজের সঙ্গে তোলা একটি ছবিতে বেশ ভালবাসা পেয়েছেন তিনি।