Advertisment

Tollywood: কোয়েল ছাড়াই নিসপালের জন্মদিন পালন, কী বলছেন অঙ্কুশ?

koel mullick; সকাল হতেই বরকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন কোয়েল। সেখানেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেই পোস্টে আবার শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অন্যান্যরাও। কিন্তু বিকেল গড়াতে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়লো, তাতে কোয়েল কোথায় গেলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Surindor producer birthday celebration without wife koel Mullick in presence of ankush oindrila

কোয়েল কোথায়? জিজ্ঞাস্য সকলের...

একে তো তিনি বড় প্রোডাকশন হাউসের কর্ণধার, অন্যদিকে আবার টলি কুইনের স্বামীও বটে। প্রযোজক নিসপাল সিং এর জন্মদিন পালন হলো সুরিন্দর ফিল্মসের অফিসে। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য তারকারাও। কিন্তু...

Advertisment

সকাল হতেই বরকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন কোয়েল। সেখানেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেই পোস্টে আবার শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অন্যান্যরাও। কিন্তু বিকেল গড়াতে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়লো, তাতে কোয়েল কোথায় গেলেন?

এদিন প্রযোজনা সংস্থার অফিসে সহকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। কেক কেটে জন্মদিন পালন করা হয় রানের। ভিডিও করে অঙ্কুশ লেখেন, আজকে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। সৌজন্যবশত, অঙ্কুশ কেক কেটে খাইয়েও দেন রানেকে। ভক্তদের প্রশ্ন একেবারে আলাদা।

তাদের লক্ষ্য একদিকেই। 'কোয়েল এবং ছেলে কোথায়...?' এই প্রশ্নই করলেন তারা। ভিডিওটা দুজনকে না দেখেই, যে এই চিন্তা মাথায় এসেছে তাদের। কোয়েল এবং কবীর থাকলে ফ্রেমটা একদম সম্পূর্ণ হতো, এমনও বলছেন তারা। আবার কেউ এমনও বললেন, নিশ্চয়ই বাড়ির সেলিব্রেশনটা পরে হবে?

আরও পড়ুন - Azmeri Haque Badhon: বাংলাদেশে কোটা আন্দোলনে নিহত ছাত্র, অস্বস্তিতে ঘুম আসছে না বাঁধনের

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছুদিন পর থেকেই কোয়েল এবং নিসপালের প্রেমের বাদ্যি দিয়ে বেজে যায়। সেই সম্পর্কে অবশ্য, কোয়েলের অন্য সহ অভিনেতারা অর্থাৎ দেব, জিৎ অনেকেই জানতেন। কোয়েল একদিকে যেমন অভিনয় সামলাচ্ছেন, তেমনি আরেকদিকে ছেলেকে সামলাচ্ছেন। একটি শুটিং ফ্লোর থেকেও কবিরের নানান মিষ্টি ভিডিও ভাইরাল হয়। সামনে, ফের একবার মিতিন মাসি হিসেবে দেখা যাবে তাকে।

tollywood Entertainment News koel mallick
Advertisment