/indian-express-bangla/media/media_files/2025/06/02/0ba5QFBxRLwRUyH0dwKa.jpg)
পিঠে মারাত্মক চোট
Surveen Chawla Back Injury: হিন্দি মেগা-ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ সুরভিন চাওলা। ক্রিমিনাল জাস্টিস সিজন ৪-এ পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয় করেছেন। রানা নাইডু সিজন ২-এ ও কাজ করেছিলেন সুরভিন চাওলা। প্রচারের মাঝে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সুরভিন চাওলা। তিনি বিবাহিত জেনেও এক পরিচালক জোর করে তাঁকে চুমু খেতে চেয়েছিলেন। ইন্ডাস্ট্রি নিয়ে আরও অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন। এর মাঝেই আরও এক খারাপ খবর। মিডিয়া রিপোর্ট মোতাবেক পিঠে চোট পেয়েছেন অভিনেত্রী সুরভিন চাওলা। সেই জন্য প্রচারেও অংশ নিতে পারছেন না সুরভীন। অভিনেত্রীর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। পুনরায় তাঁকে পুরনো ছন্দে দেখতে উদগ্রীব অনুরাগীরা।
তবে কী ভাবে চোট পেয়েছেন সেটা অবশ্য এখনও জানা যায়নি। ২০০৩ সালে ডেইলি সোপ 'কহি তো হোগা' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর কসৌটি জিন্দেগী কে, কাজল-এর মতো সিরিয়ালে কাজ করেছেন। ২০০৮- এ কন্নড় মুভি Paramesha Panwala-এ কাজ করেন। এরপর বলিউডের Hum Tum Shabana, Ugly, Hate Story 2, Parched ও শর্ট ফিল্ম Chhuri-তে অভিনয় করেন সুরভিন চাওলা। একাধিক পঞ্জাবি মুভিতে সুরভিনের অভিনয় দর্শকমহলে প্রসংসিত হয়েছিল। লাস্ট বাট নট ইন লিস্ট স্যাক্রেড গেমস সিরিজ দিয়ে ওয়েবে হাতেখড়ি।
সম্প্রতি Hauterrfly-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুরভিন অকপটে বলেন,'এক পরিচালকের সঙ্গে অফিসের কেবিনে বসে মিটিং করি। তারপর আমাকে গেট পর্যন্ত এগিয়ে দেন। আমি কিন্তু, মিটিংয়েই বিয়ে নিয়ে কথা বলেছিলাম। তারপরও বাইরে এসে সেই একই প্রসঙ্গে কথা বলেন। আমি যখন দরজার কাছে চলে এসেছিলাম তখন উনি আমার কাছে এসে জোর করে চুমু খেতে চান। আমি ধাক্কা মেরে সরিয়ে দিই। একটু চিৎকার করেই বলেছিলাম এটা আপনি কী করছেন? তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম।'
সাম্প্রতিক অতীতে সুরভিন এক দক্ষিণী পরিচালক প্রসঙ্গে বিস্ফোরক কথা বলেছিলেন। তৃতীয় ব্যক্তির মাধ্যমে সুরভিনকে তাঁর সঙ্গে এক রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন। টেলি দুনিয়া থেকে সিনেমাজগতে এন্ট্রি নেওয়ার জার্নিটাও মসৃণ ছিল না। তখন তাঁকে শারীরিক গঠন নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। পারফেক্ট বডি সাইজ নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল সুরভিনকে।
আরও পড়ুন 'বিবাহিত জেনেও অফিসের মধ্যেই জোর করে...', পরিচালকের কুকীর্তি নিয়ে বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী