রবিবার টানা আট ঘণ্টা জেরার পর সোমবার ফের জেরার মুখে রিয়া চক্রবর্তী। এছাড়াও জেরা করা হচ্ছে তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানী ও বাড়ির হাউজ-স্টাফকে।
গতকাল ১১টা নাগাদ পুলিশি প্রহরায় ডিআরডিও গেস্ট হাউজে পৌঁছন রিয়া। এরপর সিদ্ধার্থ। সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত চলে জেরা।
সুশান্তের মৃত্যুর ঘটনায় দায়ের করা পাটনা এফআইআরএর পর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের ভার তুলে দেওয়ার হয় সিবিআইয়ের হাতে। এই নিয়ে রিয়াকে চতুর্থবার ডেকে পাঠাল সিবিআই।
গতসপ্তাহে রিয়া চক্রবর্তী সুশান্তের সঙ্গে সম্পর্ক ও ইউরোপে ঘুরতে যাওয়ার নান ঘটনা সম্পর্কে বলেন একটি জাতীয় স্তরের টিভি চ্যানেলে। অন্যদিকে, রিয়া অভিযোগ করেছেন, শ্বেতা সিং কৃতী তাঁর ভাইকে ড্রাগ দেন।
সোমবার সিবিআইয়ের দল সুশান্ত সিং রাজপুতের তদন্তের জন্য ফের পৌঁছে গিয়েছেন মুম্বইয়ে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাড়িতে। অন্যদিকে ডিআরডিও গেস্ট হাউজে ডেকে পাঠানো হয়েছে সুশান্ত সিং রাজপুতের বিজনেজ ম্যানেজার শ্রুতি মোদীকে।