Advertisment

'কোনও দিন মাদক সেবন করেননি রিয়া'! প্রস্তুত রক্ত পরীক্ষার জন্য

"রিয়া তার জীবনের কখনও মাদক সেবন করেনি। তিনি যে কোনও সময় রক্ত ​​পরীক্ষার জন্য প্রস্তুত।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিয়া চক্রবর্তী

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে আত্মহত্যা প্ররোচনার মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। মঙ্গলবার মুম্বই পুলিশের দুই কর্মকর্তাকে সিবিআই তলব করা হবে বলে জানায়। ১৪ ই জুন মৃত্যুর গোটা ঘটনা প্রকাশ করার পর থেকেই বান্দ্রা পুলিশের দুই কর্মকর্তা- ইন্সপেক্টর ভূষণ বেল্নেকার এবং উপ-পরিদর্শক বৈভব জগতাপ তদন্ত শুরু করছিলেন।

Advertisment

মুম্বই পুলিশের এক প্রবীণ কর্মকর্তা বলেছেন, "যে বেলনেকর এবং জগতাপ দুই সপ্তাহ আগে কোভিড -১৯ এ আক্রান্ত হয়। তাই তারা ডাক্তারের পরামর্শ অনুসারে কয়েক দিন পরে তলবে উপস্থিতিত হবে,”।

অন্যদিকে, রিয়া চক্রবর্তী মাদক ব্যবসায়ীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছিল। সেই তথ্য কতটা সঠিক তার প্রতিক্রিয়া দিিতে গিয়ে এইচআরআর-এর আইনজীবী সতীশ মনীশে বলেছেন, "রিয়া তার জীবনের কখনও মাদক সেবন করেনি। তিনি যে কোনও সময় রক্ত ​​পরীক্ষার জন্য প্রস্তুত।"

এদিকে বুধবার ডিআরডিও গেস্ট হাউজ থেকে বেড়িয়ে গিয়েছেন সিবিআইয়ের দল।

Read the full story in English

Advertisment