মুম্বই পুলিশের এক প্রবীণ কর্মকর্তা বলেছেন, “যে বেলনেকর এবং জগতাপ দুই সপ্তাহ আগে কোভিড -১৯ এ আক্রান্ত হয়। তাই তারা ডাক্তারের পরামর্শ অনুসারে কয়েক দিন পরে তলবে উপস্থিতিত হবে,”।
#SushantSinghRajputDeathCase: Central Bureau of Investigation (CBI) team leaves from the DRDO guest house in Santacruz, Mumbai pic.twitter.com/eqJxIw8fQ9
— ANI (@ANI) August 26, 2020
অন্যদিকে, রিয়া চক্রবর্তী মাদক ব্যবসায়ীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছিল। সেই তথ্য কতটা সঠিক তার প্রতিক্রিয়া দিিতে গিয়ে এইচআরআর-এর আইনজীবী সতীশ মনীশে বলেছেন, “রিয়া তার জীবনের কখনও মাদক সেবন করেনি। তিনি যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত।”
এদিকে বুধবার ডিআরডিও গেস্ট হাউজ থেকে বেড়িয়ে গিয়েছেন সিবিআইয়ের দল।
Read the full story in English