Advertisment
Presenting Partner
Desktop GIF

সুশান্ত কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, এক বলিউড পরিচালককে গ্রেপ্তার করল NCB

মঙ্গলবার সুশান্ত-ঘনিষ্ঠ এই বলিউড পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। কথাবার্তায় অসঙ্গতি মেলার কারণেই গ্রেপ্তার করা হয় তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
sushant Singh Raput, siddharth Pithani

১৪ জুন এক বছর পূর্ণ তাঁর মৃত্যুর।

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যু তদন্তে নয়া মোড়। গ্রেপ্তার হলেন বলিউডেক এক সহকারী পরিচালক। তিনি ঋষিকেশ পাওয়ার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সুশান্তকে মাদক সরবরাহ করতেন তিনি। আর সেই অভিযোগেই মঙ্গলবার ঋষিকেশ পাওয়ারকে গ্রেপ্তার করা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) বিভাগ।

Advertisment

গত ১৪ জুন অভিনেতার রহস্য মৃত্যুর পর থেকেই তিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোমর বেঁধে ময়দানে নামে রহস্য উদঘাটনের জন্য। তবে সিবিআই-এর তদন্ত গতি বর্তমানে কিছুটা শ্লথ হলেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কিন্তু পুজোর পর থেকেই ফের নয়া উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের তরফে অর্জুন রামপাল-সহ আরও বেশ কজন বলিউড তারকাকে নতুন তদন্ত প্রক্রিয়ায় ডেকে পাঠানো হয়েছিল। তখন থেকেই বলিউড মাদক-জালের উপর কড়া নজর ছিল। এবার সেই সূত্র ধরেই ঋষিকেশকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সুশান্তের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন ঋষিকেশ। তিনি পেশায় সহকারী-পরিচালক। বেশ কদিন ধরেই নাকি তাঁর উপর নজর রাখছিলেন NCB আধিকারিকরা। এর আগে একাধিকবার ঋষিকেশকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হয়েছিল। সেই প্রেক্ষিতে অগ্রিম জামিনের আবেদনও করেছিলেন সুশান্ত-ঘনিষ্ঠ এই বলিউড পরিচালক। কিন্তু আদালতের কাছে সেই আবেদন ধোপে টেকেনি!

মঙ্গলবার ঋষিকেশ পাওয়ারকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর উত্তরে সন্তুষ্ট হননি NCB-র আধিকারিকরা। কথাবার্তায় অসঙ্গতি মেলার কারণেই এদিন সন্ধেবেলা তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঋষিকেশের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারী অফিসারদের সন্দেহ, ঋষিকেশ শুধু সুশান্তকে নিষিদ্ধ মাদকই সরবরাহ করতেন না, তার পাশাপাশি তাঁকে নানা ধরনের নেশা করার প্রলোভনও দেখাতেন।

Sushant Singh Rajput NCB
Advertisment