Advertisment

প্রয়াত সুশান্ত সিং রাজপুত, স্তম্ভিত বলিউড

বান্দ্রায় তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিলল তাঁর দেহ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ খবরের সত্যতা জানালেন মুম্বই পুলিশ।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
sushant singh rajput movie

রবিবার মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এদিন বান্দ্রায় তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিলল তাঁর দেহ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ খবরের সত্যতা জানালেন মুম্বই পুলিশ।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ড্রাইভ ছবিতে শেষ দেখা গিয়েছে অভিনেতাকে।

Advertisment

ডিসিপি জোন নাইন, অভিষেক ত্রিমুখে রাজপুতের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, মুম্বই পুলিশ তাদের তদন্ত শুরু করেছে। কিছুদিন আগেই সুশা্ন্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ান মুম্বইের মালাডে তাঁর বন্ধুর বাড়ির জানালা থেকে পড়ে যান।

সালের অক্টোবর মাসে টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন সুশান্ত। ২০১৩ সালে ডেবিউ করেন কাই পো চে ছবিতে। এরপর যশ রাজ ফিল্মসের শুদ্ধ দেশি রোমান্স, ডিটেকক্টভিড ব্যোমকেশ বক্সী, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ এবং সম্প্রতি ছিছোড়ে ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন, পুলিশের অনুমান আত্মহত্যা, রহস্যেই সুশান্তের মৃত্যু

সুশান্তের অকৈাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউডে তাঁর কেরিয়ার ছোট হলেও, তার মধ্যেই বেশ কয়েকজন জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করেছেন সুশান্ত। রাজকুমার হিরানী, অভিষেক কাপুর, দিবাকর বন্দ্যোপাধ্যায়, নীরজ পান্ডে, নীতেশ তিওয়ারি এবং অভিষেক চৌবের মতো পরিচালকের ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন, ”মা স্মৃতিগুলো চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে”, শেষ পোস্ট সুশান্তের

১৯৮৬ সালে বিহারের রাজধানী পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। ২০০২ সালে মায়ের মৃত্যুর পর দিল্লি চলে আসেন তিনি। ফিজিক্সে জাতীয় অলিম্পিয়াড জয়ী সুশান্ত পড়াশোনা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু মাঝ পথেই কোর্স ছেড়ে দেন তিনি। তখন জনপ্রিয় কোরিওগ্রাফার শামক দাভরের ডান্স ক্লাসে নাচ শিখতেন এবং ব্যারি জনের অভিনয় ক্লাসে যাওয়া শুরু করেছিলেন সুশান্ত।

ছিছোড়ের পরিচালক নীতেশ তিওয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ''আমি কিছুই বুঝতে পারছি না। টেলিভিশনে খবর দেখে জানতে পারলাম। কিছুই জানি না। ও আমার ছোট ভাইয়ের মতো। কিছুদিন আগেও মেসেজে কথা হল কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি ও এতটা খারাপ আছে। যদি জানতে পারতাম, আমিই প্রথম মানুষ হতাম যে ওর কাছে পৌঁছত। এর থেকে বড় খারাপ খবর কিছু হয় না।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput bollywood
Advertisment