/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/sushanta-singh-rajput-cover.jpg)
সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। গত ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে শোকবার্তায়। সোমবার বিকেলে মুম্বইতেই হয়ে গেল সুশান্তের শেষকৃত্য। করোনা আবহে মুম্বই সহ গোতা দেশেই জারি হয়েছে একাধিক বিধি। সেসব মেনেই সম্পন্ন হল শেষ বিদায়। সুশান্তকে অন্তিম বিদায় জানাতে উপস্থিত ছিলেন বলিউডের অনেক চেনা মুখ।
শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, কৃতি স্যানন, রিয়া চক্রবর্তী, বিবেক ওবেরয় সহ আরও অনেকে। প্রয়াত অভিনেতার বাবা তাঁদের পাটনার বাড়িতেই ছেলের আত্মহত্যার খবর শোনার পর থেকে অসুস্থ হয়ে পড়েন।
রবিবার মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এদিন বান্দ্রায় তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিলল তাঁর দেহ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ খবরের সত্যতা জানালেন মুম্বই পুলিশ।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ড্রাইভ ছবিতে শেষ দেখা গিয়েছে অভিনেতাকে।