'প্রচার পেতে আমার বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে': সুশান্ত সিং রাজপুত

শুক্রবার যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। সঞ্জনার সঙ্গে নিজের বাক্যালাপের স্ক্রিনশট পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

শুক্রবার যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। সঞ্জনার সঙ্গে নিজের বাক্যালাপের স্ক্রিনশট পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত সিং রাজপুত

তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, 'কিজি অউর ম্যানি'র সহ অভিনেতা সঞ্জনা সাঙ্ঘিকে যৌন হেনস্থার। শুক্রবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত সঞ্জনার সঙ্গে সুশান্তের বাক্যালাপের স্ক্রিনশট পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। বললেন, "ব্যক্তিগত তথ্য ফাঁস করতে আমার একটুও ইচ্ছে করছে না। কিন্তু প্রচার পেতে শুটিং-এর প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সঞ্জনার সঙ্গে এটাই হয়ে এসেছে"।

Advertisment

সঞ্জনা সাঙ্ঘি অবশ্য মুখ খোলেননি এই প্রসঙ্গে। সুশান্ত টুইট করে নিজেদের মধ্যে হওয়া কথাবার্তা সামনে এনেছেন।

Advertisment

পরিচালক মুকেশ ছাবরার ছবি 'কিজি অউর ম্যানি'তে  সঞ্জনা সাঙ্ঘি এবং সুশান্ত সিং রাজপুত অভিনয় করছেন নাম ভূমিকায়। পরিচালকের নিজের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ এসেছে। সে অভিযোগ অস্বীকার করেছেন মুকেশ। "অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি। যে কেউ যখন খুশি পুরনো নাম মনে করে করে যেমন তেমন অভিযোগ করে চলেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সত্যিকারের পরিশ্রম, চেষ্টাকে মিথ্যে অভিযোগ এনে মুছে ফেলা যাবে না কখনই। গুজবকে প্রশ্রয় দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে আমি আইনের সাহায্য নেব," সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন মুকেশ ছাবরা।