/indian-express-bangla/media/media_files/2025/01/21/J3MPF57Nfbc2OWACDKqx.jpg)
সুশান্তের জন্মদিনে আবেগপ্রবণ দিদি, স্মৃতিচারণায় একতা
Sushant Singh Rajput Birth Anniversary: তখন কেরিয়ারের একেবারে মধ্যগগনে। অভিনয় দক্ষতায় দর্শকের দিল জিতে নিয়েছেন। তরুণ অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক থেকে হিন্দি ছবির দর্শক। কেদারনাথ, শুদ্ধ দেশি রোম্যান্সের মতো হিট মুভিতে অভিনয়ের সুযোগ পেয়ে কেরিয়ারের শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু, ১৪ জুন, ২০২০-তে সব শেষ! ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সেই তরুণ তুর্কির নিথর দেহ। বেঁচে থাকলে আজ বয়স হত ৩৯ বছর। তিনি নান আদার দ্যান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
২১ জানুয়ারি সুশান্তের জন্মদিন। দেখতে দেখতে চার চারটে বছর কেটে গেল। কিন্তু, প্রিয়জনদের কাছে আজও মনে হয় এই তো সেদিনও আমাদের সঙ্গে ছিল। সুশান্তের জন্মদিনে তাঁর বোন শ্বেতা সিং কৃতীর পোস্টে আরও একবার জীবন্ত হয়ে উঠলেন সুশান্ত। সুশান্ত সিং রাজপুতের জীবনের রঙিন মুহূর্তগুলোর কোলাজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে সুশান্তের সেই হাসি মুখটা দেখলে যেন আজও বিশ্বাস হয় না তিনি নেই।
ভাইয়ের জন্মদিনে স্মৃতিমেদুর পোস্টে শ্বেতা লেখেন, 'একজন স্টার, একজন লেজেন্ড যে স্বপ্ন দেখত তাঁর জন্মদিনের সেলিব্রেশন। শুভ জন্মদিন ভাই! তোমার আলো সকলের হৃদয়কে আলোকিত ও উজ্জ্বল করবে। তুমি শুধু একজন অভিনেতা ছিলে না, তুমি কাজের খোঁজ করতে, কাজ নিয়ে ভাবতে। সীমাহীন কৌতূহল ও ভালবাসায় পরিপূর্ণ একটি মন ছিল।' প্রয়াত ভাইয়ের স্মৃতিচারণায় মনের ভিতর জমে থাকা আরও অনেক কথা উজার করে লেখেন শ্বেতা। এক নজরে দেখে নিন সুশান্তের জন্মদিনে আর কী লিখলেন শ্বেতা?
সুশান্তের জন্মদিনে স্মৃতি রোমন্থন করলেন পরিচালক-প্রযোজক একতা কাপুর। ২০০৯-এ একতা কাপুরের পবিত্র রিস্তা সিরিয়ালে মানব-অর্চনার চরিত্রে সুশান্ত-অঙ্কিতা লোখান্ডের অভিনয় আজও ভোলেনি দর্শক। এই জুটি পরবর্তীতে ভেঙে গেলেও ভক্তদের কাছে এই স্মৃতি নস্ট্যালজিক। পবিত্র রিস্তার ক্লিপিং শেয়ার করে একতা লিখলেন, 'আবেগপ্রবণ স্মৃতি আর নস্ট্যালজিক মুহূর্তগুলো প্রায়ই মনের মাঝে ভিড় করে। আজ সেইরকমই একটা দিন। শুভ জন্মদিন। যেখানেই থাকো ভাল থাকো। মনে রেখো আমরা তোমাকে ভালবাসি।'