সোমবার মুম্বইয়েই শেষকৃত্য সুশান্ত সিং রাজপুতের

সুশান্ত সিংয়ের মুখপাত্র জানিয়েছেন, অভিনেতার বাবা পাটনা থেকে মুম্বই আসার পরই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

সুশান্ত সিংয়ের মুখপাত্র জানিয়েছেন, অভিনেতার বাবা পাটনা থেকে মুম্বই আসার পরই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
Detective Byomkesh Bakshi Bengali co-actors remembering Sushant Singh Rajput

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ

সোমবার পবন হংস শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। ভিলে পার্লের এই শ্মশানেই নিয়ে আসা হবে তাঁর নিথর দেহ। এমনটাই জানিয়েছেন সুশান্তের মুখপাত্র।

Advertisment

কাই পো চে, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, ছিছোরে-র জনপ্রিয় অভিনেতাচলে গেলেন গতকাল। বান্দ্রায় তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বছর ৩৪-এর অভিনেতার দেহ।

প্রসঙ্গত, মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুজন রাঁধুনি, একজন পরিচারক ও তাঁর ম্যানেজারের সঙ্গে মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে থাকছিলেন সুশান্ত সিং রাজপুত। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, ”ওর রাঁধুনি আমাদের বলেন ১০টায় ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জুস খান অভিনেতা, তারপরে আবার নিজের ঘরে চলে যান তিনি। কিছুঘন্টা পরে দুপুরে কী খাবেন জিজ্ঞেস করতে গেলে দেখেন অভিনেতার ঘরের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় চারজনেই স্তম্ভিত হয়ে যান। তাঁকে ফোনও করেন। কিন্তু কোনও উত্তর মেলেনি। দুঘন্টা পরে গুরগাঁওয়ে সুশান্তের বোনকে জানান তাঁরা।”

Advertisment

আরও পড়ুন, পুলিশের অনুমান আত্মহত্যা, রহস্যেই সুশান্তের মৃত্যু

সুশান্তের বোনও অনেক চেষ্টা করে অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারপরেই কাই পো চে অভিনেতার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পরে নকল চাবি তৈরির লোক ডেকে, দরজা খুললে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তের দেহ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলেই ঘোষণা করেছে মুম্বই পুলিশ। যদিও ঘটনার তদন্ত চলছে। তবে আত্মহত্যার কারণ কী তা জানা যায়নি। তাঁর ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন যে তিনি অবসাদগ্রস্ত ছিলেন কোনও কারণে। সোশাল মিডিয়ায় এমন একটি চর্চা চলছে। করণ জোহর-সহ বলিউডের অনেকেরই সোশাল মিডিয়া পোস্টে ধরা পড়েছে, বিগত কয়েকদিন ধরেই সুশান্ত ভাল ছিলেন না। সেই কারণেই কি চলে যাওয়া? এই ঘটনার সত্যান্বেষণ কে করবে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput