/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/rhea-1.jpg)
রিয়া চক্রবর্তীর MTV Roadies টিজার দেখে কটাক্ষ সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কার
"আপনারা কি ভেবেছিলেন আমি আর ফিরতে পারব না? ভয় পেয়ে পালিয়ে যাব? ভয় পাওয়ার পালা এবার অন্যের.." MTV Roadies-এর টিজারে সকলকে চমকে দিয়ে বিস্ফোরক প্রত্যাবর্তন রিয়া চক্রবর্তীর। যে ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোলের অন্ত নেই। রিয়াকে দেখেই ক্ষোভে ফুঁসছে নেটপাড়া। এবার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার কথা শুনে একেবারে তেড়ে এলেন সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা।
MTV Roadies-এর 'গ্যাং লিডার' রিয়া চক্রবর্তীর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সুশান্তের দিদি সমাজ মাধ্যমের পাতায় নাম না করে রিয়াকে আক্রমণ করলেন। টুইটে লেখা- "তুই কি ভয় পাবি? তুই তো বেশ্যা ছিল বেশ্যাই থাকবি। প্রশ্ন হচ্ছে- তোর খদ্দের কারা? কোনও শাসকদলের মদতেই এমন দুঃসাহস হতে পারে..।" প্রিয়াঙ্কা তাঁর টুইটে কোথাও রিয়া চক্রবর্তীর নাম না নিলেও নেটিজেনরা দুয়ে দুয়ে চার করতে ছাড়েননি যে এই টুইট আদতে রিয়াকে খোঁচা মেরেই করা।
এমন টুইটে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, ঠিক তখনই পরের একটা টুইটে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা। সেখানে লেখেন, "একটু শুধরে দিই: আমার আগের টুইট কোনও ব্যক্তি বিশেষে কাউকে আক্রমণ করার জন্য নয়। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই সেটা লেখা।" তবে এইকথায় চিঁড়ে ভেজেনি! প্রিয়াঙ্কার টুইটের পয়লা লাইনেই যে রিয়াকে নিশানা করা হয়েছে, তা বেশ স্পষ্ট নেটিজেনদের কাছে। সুশান্ত অনুরাগীরাও তাঁর দিদির পাশে দাঁড়িয়ে রিয়া চক্রবর্তীকে তুলোধনা করে চলেছেন।
<আরও পড়ুন: ‘কী ভেবেছিলেন, ভয়ে পালাব..?’ MTV Roadies-এর ‘গ্যাং লিডার’ হয়ে বিস্ফোরক রিয়া চক্রবর্তী>
প্রসঙ্গত, সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর থেকেই শিরোনামে রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকার হাঁড়ির খবর রাখতে সর্বদাই তৎপর পাপ্পারাজিরা। নায়িকাকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও কানাঘুষোর অন্ত নেই। সুশান্তের মৃত্যুর পর মাদককাণ্ডে জেল খাটা, ভয়ঙ্কর কটাক্ষের শিকার হয়ে এযাবৎকাল পর্দার আড়ালেই থেকেছেন রিয়া। তবে এবার MTV Roadies-এর হাত ধরে দুর্ধর্ষ প্রত্যাবর্তন তাঁর। যা দেখে হজম কিছুতেই করতে পারছেন না প্রয়াত অভিনেতার অনুরাগীরা।