সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তির টুইটার ও ইনস্টাগ্রাম পেজ উধাও হয়ে গেল। শ্বেতার টুইটার, ইনস্টাগ্রাম-সহ সোশ্য়াল মিডিয়ার অ্য়াকাউন্টগুলি ডিঅ্য়াক্টিভেট করা হয়েছে। #JusticeForSSR ক্য়াম্পেনে সামনের সারিতে ছিলেন শ্বেতা। গত ১৪ জুন অভিনেতার মৃত্য়ুর পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় বারংবার সরব হতে দেখা গিয়েছিল শ্বেতাকে।
তবে, এটা স্পষ্ট নয় যে, শ্বেতা নিজেই তাঁর অ্য়াকাউন্টগুলি ডিঅ্য়াক্টিভেট করেছেন কিনা। সোশ্য়াল মিডিয়ার অ্য়াকাউন্টগুলি ডিঅ্য়াক্টিভেট করার আগে কিছু জানাননি শ্বেতা।
আরও পড়ুন: বিপাকে কঙ্গনা, নায়িকার বিরুদ্ধে মামলা রুজু পুলিশের
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্য়াটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলিউডের বর্তমান প্রজন্মের অন্য়তম উজ্জ্বল মুখ সুশান্ত সিং রাজপুতকে। সুশান্তের মৃত্য়ুর ঘটনায় তোলপাড় পড়ে যায় বলিউডে। সুশান্তের মৃত্য়ুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তদন্তভার যায় সিবিআই, ইডি-র হাতে। পরে মাদক কারবারের অভিযোগের তদন্তভার নেয় এনসিবি। জিজ্ঞাসাবাদের পর এনসিবি-র হাতে গ্রেফতার হন রিয়া। পরে তিনি জামিন পান।
সুশান্তের মৃত্য়ুর ঘটনায় প্রথম থেকেই রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অভিনেতার পরিবার। সুশান্তকে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার যেমন অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে, তেমনই তাঁর ছেলেকে রিয়া খুন করেছেন বলে অভিযোগ জানান সুশান্তের বাবা কে কে সিং।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন