Sushmita Dey: সংসার পাতার আগেই ভাঙন, প্রেমিকের সঙ্গে আর ভালবাসায় থাকা হল না সুস্মিতার!

Sushmita Dey news: জীবনে বিশেষ বন্ধুটির সঙ্গেও তিনি প্রেম নিয়ে খুব একটা রাখঢাক করেননি। অনির্বাণ রায়, যে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত সেকথা আগেই জানিয়েছিলেন তিনি। দুজনের একসঙ্গে ছবিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

Sushmita Dey news: জীবনে বিশেষ বন্ধুটির সঙ্গেও তিনি প্রেম নিয়ে খুব একটা রাখঢাক করেননি। অনির্বাণ রায়, যে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত সেকথা আগেই জানিয়েছিলেন তিনি। দুজনের একসঙ্গে ছবিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sushmita roy, sushmita roy kothaa, kothaa, star jalsa kothaa, kothaa star sushmita dey, susmita dey broke up, sushmita dey serial actress, susmita dey updates, saheb sushmita, sushmita dey serial

susmita dey- সম্পর্ক নিয়ে কী বলছেন সুস্মিতা?

রিল দুনিয়ায় এখন পাচক মশাই কিংবা গাছপালা নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবনে তাঁর ভাঙন ধরেছে। টেলিভিশনের কথার নতুন জীবন শুরু হওয়ার আগেই স্বপ্ন ভেঙে চুরমার! অভিনেত্রীর প্রেমে ভাঙন! 

Advertisment

কোনোদিনই কাজের ক্ষেত্রে তাঁকে খুব একটা অপেক্ষা করতে হয়নি। লাগাতার ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। জীবনে বিশেষ বন্ধুটির সঙ্গেও তিনি প্রেম নিয়ে খুব একটা রাখঢাক করেননি। অনির্বাণ রায়, যে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত সেকথা আগেই জানিয়েছিলেন তিনি। দুজনের একসঙ্গে ছবিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

তবে, না! এখন সেই সম্পর্কে ভাঙন... কারণ? নিশ্চিত কিছু জানাননি কেউই! তবে, সুস্মিতার সদ্য প্রাক্তন একথা নিজে মুখেই স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় সবটাই জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সুস্মিতার আর কোনও সম্পর্ক নেই সেটাই সাফ জানিয়ে দিলেন তিনি। কী লিখলেন তিনি? 

Advertisment

অভিনেত্রীর প্রাক্তন অনির্বাণ লিখছেন, "সুস্মিতাকে নিয়ে কেউ কোনও প্রশ্নে আমায় জড়াবেন না। আমরা নিজস্ব ব্যক্তিগত কারণে আলাদা হয়ে গিয়েছি।" কিন্তু এর মধ্যে এতকিছু হয়েও গেল? অভিনেত্রী প্রেমের বিশেষ দিবসের দিন জানিয়েছিলেন, তাঁদের আংটি বদল হয়ে গিয়েছে। এমনকি সেই ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। এখানেই শেষ না। 

কিছুদিন আগে ঘরে ঘরে জি বাংলায় অনির্বাণকে সঙ্গে নিয়েই দেখা গিয়েছিল তাঁকে। হবু স্বামীকে সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, বাগদান হয়ে গেলেও বিয়ে এখন অনেক দেরি। এমনকি একই ফ্ল্যাটের দুটি ফ্লোরে তারা বাড়ি কিনেছিলেন পর্যন্ত। একসঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখছিলেন তাঁরা। তাহলে কি, সবটাই মিথ্যে ছিল? যদিও এই নিয়ে এখনও সুস্মিতা নিজে কিছু জানাননি। 

tollywood Bengali Serial Bengali Actress Entertainment News