বিচ্ছেদের পর থেকেই নিজেকে বেজায় কর্মব্যস্ত রেখেছেন সুস্মিতা সেন। পরিবারের সঙ্গেও দেদার সময় কাটাচ্ছেন। দুই মেয়ে রিনি আর আলিশা সেন মায়ের খেয়ালও রাখছেন প্রতিটা মুহূর্তে। এসবের মাঝেই আবারও এক অভিনব উদ্যোগ সুস্মিতা সেনের। তৃতীয়বার মা হলেন অভিনেত্রী।
Advertisment
আরেকটু খোলসা করে বলতে গেলে, এই নিয়ে তৃতীয়বার দত্তক নিলেন সুস্মিতা। এর আগে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন। সুস্মিতার ভালবাসা, সাহচর্যেই বেড়ে উঠেছে রিনি আর আলিশা। দুজনেই এখন বেশ পরিণত। তবে সংসারে বোধবয় ভাইয়ের অভাব বোধ করছিল দুই দিদি। মা সুস্মিতাও তাই দুই মেয়ে সন্তানের পর এবার এক পুত্র সন্তান দত্তক নিলেন।
বুধবারই দুই মেয়েকে নিয়ে গিয়ে নতুন দত্তক সন্তানকে বাড়িতে নিয়ে এলেন। পাপ্পারাজিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি। সুস্মিতাকে দেখা গেল পরনে লাল জ্যাকেট। চোখে চশমা পরতে। দুই মেয়ে এবং নতুন সন্তানকে নিয়েই গাড়িতে উঠে পড়লেন।
সুস্মিতার এমন মহানুভবতায় নেটদুনিয়াও কুর্নিশ জানিয়েছে। অনুরাগীদের একাংশ বলছেন, "তোমার জন্য গর্বিত।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন