scorecardresearch

হার্ট অ্যাটাকের এক সপ্তাহও হয়নি, ‘এ কী করছেন আপনি?’ সুস্মিতার কাণ্ডে চমকে উঠল নেটপাড়া

শরীরের খেয়াল রাখছেন সুস্মিতা? চিন্তায় অনুরাগীরা

sushmita sen, sushmita sen heart attack, sushmita sen health update
সুস্মিতা সেন

সপ্তাহ পার হয়নি, কিন্তু তার আগেই শরীরের ভাবনা ভুলে ব্যায়ামে ব্যস্ত সুস্মিতা সেন। এই সবে হার্ট অপারেশন হল, তারপরেও নিজের চিন্তা নেই অভিনেত্রীর?

সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন, যে হার্ট অ্যাটাক এর পর এনজিওপ্লাস্টি হয়েছে তাঁর। স্টেন বসেছে। সকলের শুভেচ্ছাবার্তা পেয়ে ভীষণ আনন্দিত অভিনেত্রী। আপাতত, নিজের বাড়িতেই রয়েছেন তিনি। কিন্তু একি? শরীরের একদম ধ্যান রাখছেন না সুস্মিতা? অপারেশনের পর থেকে সর্দি কাশির সমস্যাতেও ভুগছেন তিনি। এতবড় অপারেশনের পর একদমই বিশ্রাম না নিয়ে সুস্মিতা ব্যায়াম করতে ব্যস্ত, আর তাতেই ভ্রু কুঁচকাচ্ছেন অনুরাগীরা।

যদিও সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার   পোস্ট করার সময় একথা জানিয়েছিলেন, যে চিকিৎসকের অনুমতি পাওয়ার পরই ব্যায়াম করতে শুরু করেছেন তিনি। স্ট্রেচিং শুরু করেই এই অনন্য আনন্দ যেন ঘিরে ধরেছে তাঁকে। কিন্তু এতে একেবারেই খুশি নন তাঁর ভক্তরা। মাত্র কয়েকদিনের বিরিততেই কি শরীরের ওপর এতটা চাপ দেওয়া দরকার? এই নিয়েই অস্বস্তিতে অনুরাগীরা। কেউ বলছেন, আপনার হার্ট অ্যাটাকের খবর শুনে আমাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আবার কেউ বলছেন, আপনি সত্যিই অনুপ্রেরণা। হার্ট অ্যাটাকের পরে বডি মুভমেন্ট করতেও বেশ অসুবিধা হয়। সেখানে স্ট্রেচ করা, আপনাকে কুর্নিশ!

যদিও, অভিনেত্রীকে নিজের ফর্মে ফিরতে দেখে আনন্দও পেয়েছেন অনেকে। তাঁদের বেশিরভাগের বক্তব্য, আপনি যে এখন সুস্থ আছেন এটা ভেবেই আমাদের খুব আনন্দ হচ্ছে। আবার কেউ বললেন, আপনিই আসল দুর্গা, এতটা শক্ত মন কারওর হয় না। অভিনেত্রীকে দেখার পর যে আবারও নতুন করে বাঁচতে শুরু করবেন তারা এও জানালেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sushmita sen back in exercise after heart surgery fans said inspiration553829