৪০ বছর পেরিয়ে গেছেন? মেদ জমছে শরীরে, হাঁটুর ব্য়াথা, স্পন্ডেলাইটিসের মতো সমস্য়াগুলোও বাসা বাঁধছে আপনার শরীরে, এদিকে বাড়িতে ওয়ার্কআউট করার কথা ভাবলেই গায়ে জ্বর আসছে। ভাবছেন এ যেন এভারেস্টে ওঠার চেয়েও কঠিন কাজ। বয়স বেড়েছে ভেবে হতাশ হয়ে এসব আকাশ পাতাল ভাবনা যদি আপনার মাথায় ঘুরতে থাকে তাহলে ভিডিওটি দেখুন নিন। প্রাক্তন মিস ইউনিভার্সের ভিডিওটি দেখে অনুপ্রেরণা পাবেন আপনিও।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে। সেই ভিডিওটি দেখলে আপনার মতো অনেকেই দোটানায় পড়তে পারেন তাঁর বয়স নিয়ে। বাড়িতে নাকল পুশ-আপের ভিডিওটি পোস্ট করেছেন করছেন সুস্মিতা সেন।
দেখুন ভিডিওটি