Sushmita Sen Wedding Plan: ললিত-রহমান অতীত! বিয়ের প্ল্যান শেয়ার করলেন সুস্মিতা, কবে ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী?

Sushmita Sen: ললিত মোদী, রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতা সেনের। কিন্তু, ৪৯-এ ও কেন অবিবাহিত? অনুরাগীর এই প্রশ্নের উত্তরে বিয়ের প্ল্যান শেয়ার করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asdcasdc

কবে ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী?

Sushmita Sen Marriage Plan: বয়স ৫০ ছুঁই ছুঁই, এখনও অবিবাহিত। দুই সন্তানকে দত্তক নিয়েছেন। 'সিঙ্গল মাদার'-এর ভূমিকায় অতুলনীয়। তিনি নান আদার দ্যান বঙ্গতনয়া সুস্মিতা সেন। বলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা। তবুও কেন অবিবাহিত? বারবার এই প্রশ্নবানে বিদ্ধ হন সুস। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি সুস্মিতা সেন। স্টারডমকে দূরে রেখে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেত্রী। গুছিয়ে সব প্রশ্নের উত্তর দেন। অনুরাগীরা যখন তাঁর কাছে বিয়ের প্ল্যান জানতে চান তখন সুস্মিতা বলেন, 'আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোম্যান্টিক হওয়া দরকার যাতে আমার মনে কথা তাঁর হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।' 

Advertisment

জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনেই সুস্মিতাকে তাঁর নিজের বিয়ের প্ল্যান শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী। কোনওরকম আপত্তি না করেই প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা গড়গড় করে মনের কথা বলে দেন। তাঁর কথা থেকে একটা বিষেয় স্পষ্ট, বিয়ের শখ ষোলোআনা, শুধু সঠিক পাত্রের অভাব! যেদিন মনপসন্দ পাত্রের খোঁজ মিলবে সেদিনই ছাদনাতলায় যাবেন বং বিউটি সুস্মিতা সেন। অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদী থেকে রহমান শলের। ২০২১-এর হঁটুর বয়সী প্রেমিক রহমনের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস। ২০২২-এ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ললিত মোদীর সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। 

Advertisment

ওই বছরই ললিত মোদী সুস্মিতাকে 'বেটারহাফ' অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন। কিন্তু, পরে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সুস্মিতার নাম-ছবি সব সরিয়ে ফেলেন। ২০২৩-এ Mid-Day-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন, 'ওটা জীবনের একটা অধ্যায় ছিল।' তবে রহমানের সঙ্গে এখনও দেখা যায় সুস্মিতাকে। অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফের কাছাকাছি আসেন দুজনে। যদিও বর্তমানে কেউই সম্পর্ক নিয়ে কোনও কথা বলেন না। সুস্মিতাকে শেষ দেখা গিয়েছে ওয়েব সিরিজ Aarya 3-তে। সিরিজের তিনটি পর্বই দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এখন সুস্মিতার ভক্তরা অপেক্ষায় রয়েছেন কনের সাজে তাঁদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।  

bollywood movie Sushmita Sen Bollywood News bollywood actress Bollywood Wedding