বাঙালি মেতে উঠেছে আনন্দে। শুধু এই বঙ্গে নয় দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে রয়েছে যেসব বাঙালিরা, তারাই যেন একজন উৎসবের আমেজে। সাগর পাড়ে অর্থাৎ মুম্বাইয়ের মাটিতেও তারকারা উৎসব মুখর। একদিকে মুখোপাধ্যায় বাড়ি অন্যদিকে সুস্মিতা সেন।
Advertisment
সুস্মিতা সবসময় মা দুর্গার ভীষণ ভক্ত। ভাল মন্দ সবেতেই তাঁকে স্মরণ করেন। সুস্মিতা এবারও ব্যতিক্রম নয়। পরনে শাড়ি, সুন্দর সাবেকি সাজে তিনি হাজির হলেন দুর্গা মন্ডপে। সঙ্গে ছিলেন তাঁর দুই কন্যা। অভিনেত্রী দুই মেয়েকেই বুঝিয়ে দিচ্ছিলেন সবটা। তাঁর দুই মেয়েও পড়েছেন ট্র্যাডিশনাল পোশাক। শুধু তাই নয়, সেখানে উপস্থিত সকল বাচ্চাদের সঙ্গে হাসিমুখে ছবি তুললেন সুস্মিতা।
একদিকে, পুজোর আনন্দ অন্যদিকে ধুনুচি নাচ। খালি পায়ে দুর্গা মণ্ডপে ধুনুচি নাচলেন তিনি। তাঁর সঙ্গে নাচলেন বাকিরাও। এমনকি, সুস্মিতার এই শ্রদ্ধায় মুগ্ধ বেশিরভাগ। অভিনেত্রী ঈশ্বরকে সম্মান করতে জানেন...বেশিরভাগ বলছেন, মানুষের মধ্যে যে আদপে বিষয় গুলি থাকে সেটি সুস্মিতা জানেন। তাই তো, রানী মুখোপাধ্যায় এর মত তিনি জুতো পরে দেবীর আসনে উঠে পড়েননি। শেখা উচিত সকলের।
সামনেই রিলিজ আর্যা ৩ এর। সুস্মিতা তালি ছবির মাধ্যমে অনেক প্রশংসা পেয়েছেন। একজন কিন্নর এর ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার, অ্যাকশন এর পালা। হার্টের অপারেশনের পরেও তিনি যেভাবে নিজেকে যোগ এবং ব্যায়ামের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন তাতে যেমন একদল মুগ্ধ হয়েছিলেন তেমনই আরেকদল ভয়ও পেয়েছিলেন।
প্রসঙ্গত, অভিনেত্রী জানিয়েছিলেন, ভোগের প্রসাদ তাঁর খুব পছন্দের। সেকারণেই পুজো উপলক্ষে ভাল ভাল সন্দেশ খাওয়ার খুব ইচ্ছে হয় তাঁর।