scorecardresearch

হার্ট অ্যাটাকও বাঁকাতে পারল না, শুটিংয়ে ফিরলেন সুস্মিতা

শরীরের খেয়াল রাখছেন তো? সোশ্যাল মিডিয়ায় উদ্বিগ্ন অনুরাগীরা

Sushmita Sen, Sushmita Sen news, Sushmita Sen heart attack, Sushmita Sen health update, bollywood news, সুস্মিতা সেন, হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, সুস্মিতা সেন খবর, বলিউডের খবর
কাজে মত্ত সুস্মিতা

হার্ট অ্যাটাক নেহাতই ছোট ঘটনা তাঁর কাছে। এক সপ্তাহের মধ্যেই তিনি শুরু করেছিলেন শরীর চর্চা। তবে, আর ঘরে বসে থেকে লাভ নেই। শুটিং ফ্লোরে ফিরলেন সুস্মিতা সেন।

শরীরের দিকে যথেষ্ট খেয়াল তাঁর। নিজের সম্পূর্ন যত্ন নিতে ভুল হয় না তাঁর। তবে, এবার নিজের প্রিয় শুটিং ফ্লোরে পৌঁছেই অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন তিনি।  সুস্মিতা হার্ট অ্যাটাকের মধ্যে দিয়ে গেলেও বেশিদিন বিশ্রাম করতে তাঁকে দেখা যায় নি। উল্টে তিনি এবার যোগ দিয়েছেন আর্যা ৩ এর শুটিংয়ে।

সেখানে পৌঁছেই ভীষণ খুশি সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর। লাইভ সেশনে বললেন, “বলুন তো আমি কোথায় এসেছি? এত ভাল লাগছে আবার ফিরতে পেরে। আর্যা সিরিন ফিরছেন। আপনাদের কাছে আর্যাকে নিয়ে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না”। গতকাল নববর্ষের দিনই এই সুখবর দিয়েছেন তিনি।

পরনে ফ্লোরাল প্রিন্টের জামা, রোদচশমা..অভিনেত্রীর হাসি যেন ধরছে না। শুধু তাই নয়, জয়পুরে গিয়েও তিনি নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুললেন না। শুটিং-এ ফিরতে পেরে বেজায় আনন্দিত সুস্মিতা।

উল্লেখ্য, হার্ট অ্যাটাকের পর বেশ নিয়মে ছিলেন তিনি। অপারেশনও হয়েছে তাঁর। চিকিৎসকের পরামর্শ মতোই নিজেকে সামলে রেখেছিলেন তিনি। কিন্তু এখন সব অসুস্থতাই অতীত। এখন শুধুই তাক লাগানোর পালা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Susmita sen back to shooting after heart attack