মেয়েরা বাবা চায় না, কিন্তু স্বামী... সুস্মিতা সেন তালি রিলিজের পর থেকেই সকলের প্রশংসায়। তাঁর অভিনয় দেখার পর থেকে মুগ্ধ হয়েছেন সকলে। বঙ্গ তনয়াকে নিয়ে চূড়ান্ত চর্চা।
ছবির সাফল্যের পর, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন তিনি। শেষ কিছু বছরে তাঁর বিচ্ছেদ, লোলিত মোদীর সঙ্গে সম্পর্ক, এবং নানা কিছু... তাঁকে নানা ধরনের বিশেষণে বিঁধেছেন সকলে। কিন্তু, তারপরেও প্রকাশ্যে কোনোদিন বিয়ে করার কথা জানাননি তিনি। এবার বললেন...
মেয়েরা চান না সুস্মিতা বিয়ে করুক। সেকারণেই বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে এডপ্ট করেন তিনি। দ্বিতীয় সন্তানকে জীবনে নিয়ে আসেন ২০১০ সালে। তাঁর মেয়েদের বাবা কোনোদিন ছিল না বলেই কি মেয়েদের বাবার প্রয়োজনীয়তা কোনোদিন নেই? সুস্মিতার জীবনে তাঁর বাবার ভূমিকা নিদারুণ। বাবাই তাঁর জীবনের সারথী। সেখানে, সুস্মিতার জীবনে পাশে থাকার মানুষের দরকার নেই? অভিনেত্রী বলেন..
"ওদের জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখন ওদের বলি, যে বিয়ে করতে চাই তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে যে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না। কিন্তু, আমার তো স্বামী চাই। তাতে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের কাছে আমার বাবাই সব। দাদু আছে, তার মানে একজন বাবার মত ফিগার রয়েছে তাঁদের কাছে।"
উল্লেখ্য, সিঙ্গেল মাদার হয়েও দুই মেয়েকে সামলে নিয়েছেন সুস্মিতা। এও জানিয়েছিলেন, ২৪ বছরের জীবনের সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গিয়েছে তাঁর জীবনে। আপাতত, নিজের সিনে কেরিয়ারে মন দিয়েছেন তিনি। হার্ট অ্যাটাক সামলে বেজায় ব্যস্ত কাজে।