ধূমপানের কুফল নিয়ে নাড়াচাড়া করা বেশ কিছু ছবি রয়েছে। আর স্বাধীন চলচিত্র বা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মের তো কমতি নেই। কিন্তু শুভঙ্কর মিত্রের 'ধুমকি' একটি অনবদ্য এক্সপেরিমেন্ট যেখানে একজন ছাড়া বাকি সব চরিত্রই সাধারণ মানুষ, যাঁরা কোনওদিনই অভিনয় করেননি।
Advertisment
এই ছবির শুটিং হয়েছে আসানসোল-ঝাড়খণ্ড সীমান্তে। হাওড়ার একটি বস্তি অঞ্চলের তিন জন টিনএজারকে নিয়ে শুটিং করেছেন পরিচালক। কিন্তু ছবিটি দেখতে বসে একবারও মনে হবে না যে ওই তিন কিশোরী সেভাবে কোনওদিনই অভিনয়ের পাঠ নেয়নি কোথাও।
বেশিরভাগ ইন্ডিপেন্ডেন্ট ছবিরই সমস্যা থাকে বাজেট আর সেখানে একটা বড় অর্থ ব্যয় হয় অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকে। পরিচালক শুভঙ্কর মিত্র ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, ছবিটি তাই এমন ভাবেই বানানো যাতে সাধারণ মানুষের গল্প, সাধারণ মানুষের মাধ্যমেই বলা যায় এবং বাজেটও ন্যূনতম থাকে।
ছবির মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি যদিও পরিচালকের পাড়ার ছেলে, কিন্তু অভিনয়ের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই ছিল না কোনওদিন। আর গল্পের নায়িকা যে, সেই কিশোরীও অভিনয়ের কথা ভাবেনি কখনও।
'ধুমকি'-র একটি দৃশ্যে গল্পের নায়ক।
ইন্ডিপেন্ডেন্ট ছবির জগতে 'মাম্বলকোর' একটি জঁর। এই জঁরের ছবিতে অভিনয় করছেন যাঁরা, তাঁদের নিজেদের গল্পটাই বলা হয় ছবিতে অর্থাৎ তাঁরা নিজেদের ভূমিকাতেই অভিনয় করেন। এই ছোট ছবিটি অনেকটা সেই জঁরের কিন্তু পুরোপুরি নয় কারণ ছবিতে একটি চরিত্রে রয়েছেন প্রয়াত অভিনেতা সতীশ সাউ।
গল্পটা হল এমন-- একটি ছোট স্টেশনে অপেক্ষারত এক তরুণকে অনেকটা সময় কাটাতে হবে ট্রেনের জন্য। অপেক্ষারত আর এক তরুণীকে ইমপ্রেস করতে সে নানা রকম ট্রিক অনুসরণ করে। শেষ পর্যন্ত তরুণীর মনও খানিকটা গলে কিন্তু তার পরে রয়েছে একটা মজার টুইস্ট। দেখে নিতে পারেন ছবিটি নীচের লিঙ্কে ক্লিক করে--
এই ধরনের ছবি যত বেশি হবে, ততই সাধারণ মানুষের মধ্যে তারকা-মুগ্ধতা কমবে এবং ছবির গল্প, তার বক্তব্যের প্রতি মানুষ মনোযোগী হবেন বেশি। একটা চালু কথা রয়েছে, 'কনটেন্ট ইজ দ্য কিং'। এই ছবি আরও একবার সেই কথা মনে করিয়ে দেয়।
যে কোনও ইন্ডিপেন্ডেন্ট ছবিই বাণিজ্যিক প্রতিষ্ঠান-বিরোধিতার থেকে তৈরি হয়। এই ছবিও অনেকটাই তাই। এমনটা নয় যে সিনেমা মাধ্যমে বাণিজ্যের প্রয়োজন নেই। বহু মানুষের রুটিরুজি জড়িয়ে থাকে এই পেশা থেকে। কিন্তু পাশাপাশি এমন একটি ভার্টিকাল তৈরি হওয়া প্রয়োজন, যেখানে সাধারণ মানুষ যেমন, ঠিক তেমনভাবেই আসবেন, নিজেরাই নিজেদের যাপনকে সেলিব্রেট করবেন। 'ধুমকি' তেমনই একটি ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন