সরস্বতী পুজোর দিন মানেই বিশেষ কিছু ঘটবেই। ইন্ডাস্ট্রিতে যেখানে প্রতি মুহূর্তেই নতুন কিছু ঘটে চলেছে, সেখানে বাগদেবীর কৃপায় ভাল কিছুর ঘোষণা হবে না? নিশ্চই সেটা সম্ভব না। তাই তো SVF এর তরফে দুটি নিদারুণ ভাল ছবি যে আসছে সেই কথাই জানিয়ে দেওয়া হয়েছে।
একটি ছবি নিয়ে তো বহুদিন ধরেই আলোচনা চলছিল। অন্তত, বছর দুয়েক আগে থেকেই এই ছবির পোস্টার নিয়ে হইচই শুরু হয়েছিল। দেব কিছুদিন আগেই জানিয়েছিলেন এই বছর পুজোয় রঘু ডাকাত আসছে। বহুদিন আগেই একটি মোশন পোস্টার প্রকাশ্যে এসেছিল, যেখানে দেখা গিয়েছিল খালি গায়ে দেব একটি বড় খাঁড়া হাতে দাঁড়িয়ে আছেন। আর আজ সেই ছবির অন্যান্য স্টার কাস্টের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হল। দেবের সঙ্গে সঙ্গে এই ছবিতে দেখা যাবে বিরাট নামদের।
কিছুদিন আগেই দেব জানিয়েছিলেন, এই ছবিতে দেখা যাবে সোহিনী সরকার এবং ইধিকা পালকে। কিন্তু, আজ দেখা গেল এই ছবিতে দেখা যেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যকে। গোলন্দাজ ছবির পর, তাঁদের আবার একসঙ্গে দেখা যাবে। সেইরকম দৃশ্য দেখা গেল এবার। তাঁর সঙ্গে সঙ্গে ফের একবার সৃজিত মুখোপাধ্যায় আসবেন, বড়পর্দায়। সৃজিত তাঁর আগামী ছবি কিলবিল সোসাইটি আসছে খুব শীঘ্রই।
এই ছবি আসলে, হেমলক সোসাইটির প্রিকুয়াল। যে ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় কাজ করেছিলেন আনন্দ করের ভূমিকায়। তাঁর সঙ্গে কাজ করেছিলেন কোয়েল মল্লিক। কিন্তু এবার কোয়েলের জায়গায় থাকছেন কৌশানি মুখোপাধ্যায়। এছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায় ফিরছেন বড়পর্দায়। কৌশানি এই প্রথম কাজ করছেন সৃজিতের সঙ্গে। আনন্দকে দেখা গিয়েছিল, কোয়েলকে আত্মহত্যা করা থেকে বাঁচাচ্ছেন। কিন্তু, আনন্দ কর হওয়ার আগের মুহূর্ত ঠিক কেমন ছিল, সেটাই দেখা যাবে।
লঞ্চ হয়েছে পোস্টার। যেখানে লেখা,ফেলুদাও জানে, নেরুদা জানে, দেরিদাও জানে - মরবে মরো, ছড়িও না। কিলবিল সোসাইটি - আমাদের কোনো শাখা নেই।