Advertisment
Presenting Partner
Desktop GIF

সেলুলয়েডে স্বপ্না বর্মনের চরিত্রে সোহিনী, স্বাগত জানালেন কোচ

স্বপ্নার বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। কিছুদিন আগেই 'ভিঞ্চিদা' ছবির শুটিং শেষ করেছেন, এরই মধ্যে নতুন ছবির মুখ্য চরিত্রের কথা ঘোষণা করলেন সৃজিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্বপ্নার বায়োপিকে সোহিনী। ফোটো- সোশাল মিডিয়া সৌজন্যে

'সোনার মেয়ে' স্বপ্না বর্মনকে নিয়ে ছবি বানাতে চান সৃজিত মুখোপাধ্যায়, একথা অনেক আগেই শোনা গিয়েছিল। এবার জানা গেল, স্বপ্নার বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। কিছুদিন আগেই 'ভিঞ্চিদা' ছবির শুটিং শেষ করেছেন তিনি। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এরই মধ্যে নতুন ছবির মুখ্য চরিত্রের কথা ঘোষণা করলেন সৃজিত। ২০১৮ সালের ২৯ অগাস্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় গায়ে দেশের পতাকা জড়িয়ে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন স্বপ্না।

Advertisment

প্রত্যন্ত গ্রামে স্বপ্নার বেড়ে ওঠা থেকে স্বর্ণপদক জেতা, সোনার মেয়ের জীবনসংগ্রামকে বড়পর্দায় তুলে ধরবেন সৃজিত। প্রথমে বায়োপিক তৈরিতে সায় ছিল না স্বপ্নার কোচ সুভাষ সরকারের। তবে এখন তাঁর বক্তব্য, "প্রথমে আমার আপত্তি ছিল ঠিকই, কিন্তু এখন স্বপ্না সেলুলয়েডের চমকটা সামলে নেওয়ার মতো পরিণত। এত ছোট বিষয়ে তো সচরাচর কারও বায়োপিক তৈরি হয় না। তবে আমার মনে হয়, স্বপ্না নিজের কেরিয়ারের প্রতিই নজর রাখবে''।

আরও পড়ুন, কৌশিক গঙ্গোপাধ্যায় কি গল্পচোর? বিতর্কে ইতি টানলেন স্বপ্নময়

বায়োপিকের প্রযোজনা করবে ভেঙ্কটেশ ফিল্মস। প্রসঙ্গত, মাত্র ২১ বছর বয়সে এশিয়ান গেমসে সোনা জিতেছেন এই মেয়ে। পায়ে ছটা আঙুল বলে কম বিড়ম্বনার মুখে পড়তে হয়নি তাঁকে। সব প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্যে স্থির থেকেছেন স্বপ্না। তবে ছবির বিষয়ে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনও উত্তর পাওয়া যায় নি।

tollywood Srijit Mukherji Swapna Burman
Advertisment