Advertisment

Mahatma Gandhi-Swara Bhaskar: গান্ধীকে নিয়ে কী এমন লিখলেন স্বরা? যে তাঁর সঙ্গে ঘটে গেল এমন দুর্ঘটনা?

Swara Bhaskar-Post: স্বরা ভাস্কর নিজেও যেন বুঝতে পারছেন না, কেন হঠাৎ এহেন কাণ্ড কীর্তির শিকার হলেন তিনি। কেন কী ভুল করেছেন যেন বুঝতে পারছেন না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swara bhaskar-Bollywood

swara bhaskar-Bollywood: কী এমন করলেন স্বরা? Photograph: (Instagram)

বৃহস্পতিবার অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন যে প্রজাতন্ত্র দিবসে শেয়ার করা দুটি পোস্টের জন্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগের কারণে তার এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। ভাস্কর, তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের টিম থেকে প্রাপ্ত ইমেলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সম্পূর্ণ বিষয়টিকে "হাস্যকর" এবং "অসমর্থক" বলে সমালোচনা করেছেন।

Advertisment

দুটো ছবি থেকে ভিন্ন ধরণের মন্তব্য শোনা গিয়েছিল। স্বরা ভাস্কর নিজেও যেন বুঝতে পারছেন না, কেন হঠাৎ এহেন কাণ্ড কীর্তির শিকার হলেন তিনি। কেন কী ভুল করেছেন যেন বুঝতে পারছেন না। প্রথম পোস্টে, স্বরা ভাস্কর জনপ্রিয় হিন্দি প্রতিবাদ স্লোগানের একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল -  গান্ধী, আমরা লজ্জিত; তোমার খুনিরা এখনও বেঁচে আছে।" আর আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে ভারতের পতাকা ধরে আছে। 

আর এই সব কাণ্ডের পরেই দেখা গেল স্বরা রেগে আগুন। তিনি কি ভুল কিছু লিখলেন? যেখানে নিজের দেশের শহিদদের নিয়ে তিনি লিখছেন, সেখানে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার মত কী হল? অভিনেত্রী লিখছেন...

Advertisment

এটি কিভাবে একটি কপিরাইট লঙ্ঘন হতে পারে???? আমার সন্তানের অনুরূপ কার কপিরাইট আছে???এই উভয় অভিযোগই হাস্যকর এবং কপিরাইটের যেকোন আইনি সংজ্ঞার যুক্তিযুক্ত, যৌক্তিক এবং বস্তুনিষ্ঠ বোঝার দ্বারা অক্ষম। যদি এই টুইটগুলি ব্যাপকভাবে রিপোর্ট করা হয় তবে সেগুলি ব্যবহারকারীকে হয়রানি করার লক্ষ্য থাকে। আমি এবং আমার বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার লক্ষ্য এটা, আর কিছু না। অনুগ্রহ করে পর্যালোচনা করুন এই বিষয়টা। 

উল্লেখ্য, স্বরা সবসময় নিশানায় থাকেন তাঁর মন্তব্যের কারণে। বিশেষ করে যেদিন থেকে ফাহাদকে তিনি বিয়ে করেছেন, তাঁকে নিয়ে নানা সমালোচনা। তবে, এসবকে পরোয়া করেননি অভিনেত্রী। 

 

bollywood swara bhaskar bollywood actress
Advertisment